পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

še • রবীন্দ্র-রচনাবলী उर्थन अब किहू कांडद्र झ्झेब्रा भक्लिन । बङ्कण्ड्व्र डेनहब्र ७ङ अषेिक बांबि স্কায়সংগত বোধ হইল না—প্রুব তাহার স্বভাবস্থলভ গাম্ভীর্ষ ও গৌরবের সহিত ঘাড় नॉक्लिब ककू विश्वकांब्रिङ कब्रिञ्च कश्लि, “हि-बाब्र ८क८ङ ८नहे बडूक ८कारव, বাৰা মা’বে।" বলিয়াই অধিক বিলম্ব না করিয়া সমস্ত বাতাসাট নিজের মুখের মধ্যে একেবারে পুরিয়া দিয়া নিঃশেষ করিয়া ফেলিল । সহসা বালিকার মুখের মাংসপেশীর মধ্যে পরিবর্তন ঘটিতে লাগিল—আসন্ন ক্ৰন্দনের সমস্ত লক্ষণ ব্যক্ত হইল । ধ্রুব কাহারও ক্ৰন্দন সহিতে পারে না, তাড়াতাড়ি স্বগভীর সানার স্বরে কহিল, *কাল দেব ।” রাজা আসিবামাত্র ধ্রুব অত্যন্ত বিজ্ঞ হইয়া নূতন সঙ্গিনীর প্রতি নির্দেশ করিয়া বলিয়া উঠিল, “একে কিছু ব’লো না, এ কাদবে। ছি, মারতে নেই, ছি ।” রাজার কোনো প্রকার দুরভিসন্ধি ছিল না সত্য, তথাপি গায়ে পড়িয়া রাজাকে সাবধান করিয়া দেওয়া ধ্রুব অত্যন্ত আবশ্যক বিবেচনা করিল । রাজা মেয়েটিকে মারিলেন না, ধ্রুব স্পষ্টই দেখিল তাহার উপদেশ নিষ্ফল নহে । তার পরে ধ্রুব মুরুবিবর ভার ধারণ করিয়া কোনো প্রকার বিপদের আশঙ্কা নাই জানাইয়া মেয়েটিকে পরম গাম্ভীর্ষের সহিত আশ্বাস দিবার চেষ্টা করিতে লাগিল । তাহারও কিছুমাত্র আবশ্যক ছিল না । কারণ মেয়েটি আপন হইতে নিভাক ভাবে রাজার কাছে গিয়া অত্যন্ত কৌতুহল ও লোভের সহিত তাহার হাতের কঙ্কণ ঘুরাইয়া ঘুরাইয়া নিরীক্ষণ করিতে লাগিল । এইরূপে ধ্রুব কেবলমাত্র নিজের যত্বে ও পরিশ্রমে পৃথিবীতে শাস্তি ও প্রেম স্থাপন করিয়া প্রসন্নচিত্তে রাজার মুখের কাছে আপনার বেলফুলের মতো মোটা গোল কোমল পবিত্র মুখখানি বাড়াইয়া দিল—রাজার সদ্ব্যবহারের পুরস্কার-রাজা চুম্বন করিলেন । उथम झव डांशव्र गत्रिनौब्र भूथ फूजिब्रा ५ब्रिब्र ब्राजfरक चन्नयङि e चश्रब्रांtषब्र মাঝামাঝি স্বরে কহিল, “একে চুমে কাও।” রাজা ধ্রুবের আদেশ লঙ্ঘন করিতে সাহস করিলেন না। মেয়েটি তখন নিমন্ত্রণের কিছুমাত্র অপেক্ষা না করিয়া নিতান্ত অভ্যন্ত ভাবে জমানবদনে রাজার কোলের উপর চড়িয়া বসিল । এত ক্ষণ জগতে কোনোপ্রকার অশাস্তি বা উচ্ছম্বলতার লক্ষণ ছিল না, কিন্তু এইবার গ্রুবের সিংহাসনে টান পড়িতেই তাহার সার্বভৌমিক প্রেম টলমল করিয়া উঠিল। রাজার কোলের পরে তাহার নিজের একমাত্র স্বৰ সাৰ্যস্ত করিবার চেষ্টা