পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× \\',ჯ. রবীন্দ্র-রচনাবলী বুদ্ধশিষ্য আনন্দের প্রবেশ আনন্দ । জল দাও আমায় জল দাও, রৌদ্র প্রখরতর, পথ সুদীর্ঘ, অামায় জল দাও । আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও । আমি শ্রান্ত, আমায় জল দাও । প্রকৃতি। ক্ষম করে প্রভু ,ক্ষমা করে। মোরে— আমি চণ্ডালের কন্যা, মোর কুপের বারি অশুচি । , তোমারে দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা । আনন্দ । যে মানব আমি সেই মানব তুমি কন্যা। সেই বারি তীর্থবারি যাহা তৃপ্ত করে তৃষিতেরে, যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বারি। জল দাও অামায় জল দাও । জল দান কল্যাণ হোক তব, কল্যাণী ॥ প্রকৃতি । শুধু একটি গওয জল, আহা নিলেন তাহার করপুটের কমলকলিকায়। আমার কূপ যে হল অকূল সমুদ্ৰ— এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার, আমার জীবন জুড়ে নাচে– [ প্রস্থ