পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোড়ায় গলদ २8७ বিহুদার হয়ে জবাব দিতে হবে না ! উনি বেশ সেয়ানা হয়েছেন— এখন দিব্যি কথা ফুটেছে। তুমি এখন নিশ্চিন্ত হয়ে ঘরে যা ও । চন্দ্রকান্ত । যে আজ্ঞে, আদেশ পেলেই নিৰ্ভয়ে যেতে পারি। এখন বোধ করি কিছুক্ষণ ঘরে টি কতে পারব । [ প্রস্থান ইন্দুমতী। না ভাই, এখানে বড় আনাগোনার রাস্তা— বাইরে ওই দরজাটা দিয়ে আসি । [ উঠিয়া দ্বারের নিকট আগমন নিমাই ৷ একবার উকি মেরে বিমুদার অবস্থাটা দেখে যেতে হচ্ছে । [ ইন্দুমতীর সম্মুখে আসিয়া উপস্থিত ইন্দুমতী । আপনার বেশি ব্যস্ত হবেন না, আপনাদের প্রাণের বন্ধুটি জলে পড়েননি । s নিমাই । সে জন্যে আমি কিছু ব্যস্ত হইনি। আমার নিজের একটা জিনিস হারিয়েছে আমি তারই খোজ করে বেড়াচ্ছি । ইন্দুমতী । হারাবার মতো জিনিস যেখানে সেখানে ফেলে রাখেন কেন ? নিমাই । সে আমাদের জাতের স্বধৰ্ম— আমরা সাবধান হতে শিখিনি । সে থাতাটা যদি আপনার হাতে পড়ে থাকে— ইন্দুমতী । খাতা ? হিসেবের খাতা ? নিমাই । তাতে কেবল খরচের হিসেবটাই ছিল, জমার হিসেবটা যদি বসিয়ে দেন তো আপনার কাছেই থাক । ইন্দুমতী । ছি ছি, আজ আমি কী যে বকবিকি করছি তার ঠিক নেই। আজ আমার কী হয়েছে ! [ দ্রুত দ্বার রোধ