পাতা:বিদ্যাপতি - যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যা । ধন্ত বঙ্গ ধন্ত হিন্দুস্থান,— সুমধুর সঙ্গীত ঝঙ্কার শুনি যার পূত মুখে বিস্মিত বিমুগ্ধ একাধারে এ বিশ্বের কবীন্দ্র সমাজ ! ক্ষম সখা দীন জ্ঞানে আশ্রিতে তোমার। অযোগ্য এ প্রশংসাষ ক’রো না লজ্জিত রাজা— স্বহৃদে তোমার—সভাস্থলে । তাতল সৈকতে মাত্র বারি বিন্দু আমি— স্বত মিত রমণী সমাজে গোয়াইমু অমূল্য জীবন। মোহে বিসরি মন তাহে সমপিকু ! সৰা হে, আমি নিৱাশ পরিণাম, ব্যর্থ মোরে দিলেন বিধাতা— দুলভ এ মানব জনম ; গণিতে হে দোষ রাশি মোর— গুণলেশ পাওযা নাহি যায় । ভরসা কেবল—জগন্নাথ বলে ডাকে— বিশ্ব বিশ্বনাথে ; —, আমি নহি জগত বাহির— তাই যদি পাই পরিত্রাণ। ১ম অমাত্য । বিনয়ী— ২য় ঐ নমান্তে ফলিনো বৃক্ষাঃ– ৩য় ঐ । সাধক, ভক্ত, ধন্ত মিথিলা । শিব । প্রীত সখা বিনয়ে তোমার । বিস্মিত নেহরি বন্ধু