পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭০ রবীন্দ্র-রচনাবলী । মনগড়া দেবতারে নিয়ে কাটে বেলা, পরদিনে ভেঙে করে ঢেলা, অতীতের বোঝা হতে আবর্জন কত জটিল অভ্যাসে পরিণত, বাতাসে বাতাসে ভাসা বাক্যহীন কত-না আদেশ দেহহীন তর্জনীনির্দেশ, হৃদয়ের গুঢ় অভিরুচি কত স্বপ্নমূর্তি অঁাকে দেয় পুনঃ মুছি, কত প্রেম, কত ত্যাগ, অসম্ভব তরে কত-ন আকাশযাত্রা কল্পপক্ষভরে, কত মহিমার পুজা, অযোগ্যের কত আরাধনা, সার্থক সাধনা কত, কত ব্যর্থ আত্মবিড়ম্বনা, কত জয় কত পরাভব— ঐক্যবন্ধে বাধি এই সব ভালো মন্দ সাদায় কালোয় বস্তু ও ছায়ায় গড়া মুর্তি তুমি দাড়ালে আলোয়। জন্মদিনে জন্মদিনে গাথনির কর্ম হবে শেষ, সুখ দুঃখ ভয় লজ্জা ক্লেশ, অণরব্ধ ও অনারব্ধ সমাপ্ত ও অসমাপ্ত কাজ, তৃপ্ত ইচ্ছা, ভগ্ন জীর্ণ সাজ তুমি-রূপে পুঞ্জ হয়ে, শেষে কয়দিন পূর্ণ করি কোথা গিয়ে মেশে। যে-চৈতন্যধারা সহসা উদ্ভূত হয়ে অকস্মাৎ হবে গতিহারা, সে কিসের লাগি,— নিদ্রায় অাবিল কভু, কখনো-বা জাগি বাস্তবে ও কল্পনায় আপনার রচি দিল সীমা, গড়িল প্রতিমা ।