পাতা:আপ-টু-ডেট.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাম | CC2 | রাম | C2 || রাম । প্রেম | রাম । C3 || আপ-টু-ডেট & ጭ [ কবিতাটি আবৃত্তি করছে এমন সময় রামসদয় বাবু ঢুকলেন ] কি হচ্ছে ? ( নিরুত্তর ) ফ্লোরা কোথেকে এল ? ( নিরুত্তর ) পরীক্ষায় ফেল হয়ে সবার সামনে নিজের মুখ হেঁট করছ, তবু লজ্জা নেই ! ( একটু থেমে, চমকে উঠে সম্মোহিতের মত ) পরীক্ষা ? সে যুগ আর নাই পিতা । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এর কিবা মূল্য আছে । রবীন্দ্রনাথ, বিশ্বসভার কবি, বিশ্বের বরেণ্য, বিশ্ববিদ্যালয়ের ত্যজ্য পুত্র । আমি তারই পদাঙ্গ অনুসরণ করব । ( একটু থেমে পুনরায় পূর্বের্বর স্বরে ) ব্যথা, ব্যথা, আমার প্রাণের ব্যথা কেহ বুঝিবে না । যে প্রাণ হয়েছে উতল, তারে কি বাধা যায় পিতঃ পরীক্ষা শিকলে ? ( স্তস্তিত হয়ে রইলেন । অনেকক্ষণ পরে ) মন দিয়ে পড়াশুনা না কর তে চাকরীর চেষ্টা দেখ। হ ভগবান । বৃথা তিরস্কার । মনে যখন লেগেছে বসন্তের পরশ, হাওয়ার হিল্লোলে যবে নেচে ওঠে প্রাণ, রূঢ়কথা তারে শান্ত নাহি করে, ক’রে দেয় আরও