পাতা:জয়শ্রী - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sエご、 শোক করা সাজে না। রাজ্যময় উৎসব হোক, কাশ্মীরের জয় শ্ৰী আজ উজ্জল হয়েছে । বলাদিত্য ( রুদ্ধ দ্বারের নিকট জাতু পাতিয়া বসিয়া পতাকা বিছাইয়া দিয় ) দেবী জয়শ্ৰী, তোমার পতাকা তুমি গ্রহণ করে ! ইন্দ্রায়ুধ ( চীৎকার করিয়া ) বলাদিতা, বলাদিত্য, আমি ইন্দ্রায়ুধ, আমি ইন্দ্রায়ুধ...... মহিষী ( রূঢ় স্বরে ) চুপ কর, ক্ষিপ্ত নারী ! প্রলপ বন্ধ কর । রাজ্যে আজ জয়শ্রীর উৎসব । ওরে শঙ্খ বাজা, হুলুধ্বনি করু, তোরণে তোরণে নহবং বাজ ডুবিয়ে দে এই ভীরু নারীর প্রগলভ প্ৰলাপ . বৎস বলাদিত্য, এই লও তোমার পুরস্কার । ( মস্তকে রাজমুকুট স্থাপন ) বলাদিত্য ( প্রণাম করিয় ) জননীর প্রসাদ শিরোধায্য । কিন্তু ভগ্ন-হৃদয়ের ভিত্তির উপর এই গুরুভার সইবে না । (বাহিরে নহবৎ, শঙ্খ ও হুলুধ্বনি ) ইন্দ্র। যুদ্ধ কী ভয়ানক অন্ধকার । কী বীভৎস শাস্তি! মুক্তি ! মুক্তি ! আলে। ! তালে ! ( যবনিকা ) で >