বিষয়বস্তুতে চলুন

পাতা:সারার্ণব - দ্বিতীয় খণ্ড.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাবলী । Տ Փ আয়ে বসস্ত সগর বন ফুলে, একোন ভাওয়ে, বিনা বন-বনর * । ৩ নাথ কহে তুম সব জনি মিলিকে, পিয়া কে লেয়াও করিকে নীহেরণ । ৪ খাম্বাজ । হোরী। আজ ভাজ চলে যমুনা কিশোরী, কান্থা কুঞ্জন খেলন আয়ে হোরি । ১ পাৎ পাৎ কর হেরত তুমকা, আবীর লিয়ে ভর ঝোরি, মুখ মুরলী ওয়াকে হার্তো মে পিচিকারী। ২ চলি সুন্দর নারি, কর করকে সিগার, দেত যৌবনা বাহার হার কি লহরী। এতনি তাক শু্যাম মারত পিচিকারী । ৩ টপকত রঙ্গ ও উড়ত আবীর, মানে বরষা মে বাদর বরষত নীর, ভৗজত গোয়ালিন গাওয়ত গারী । ৪ যব শু্যাম মুসিক্যাই মুখ মুরলী বাজাই, ও ছব দেখলাই প্রেমরস কি ভরি। তব ভুলি চিটাই নাথ সঙ্গভগ্নী গোরী । ৫ હ জিন খেলো মোসে হোরী, শু্যাম, মে একেলি কুঞ্জন মে । ১ তুম তো বনে হে ছ্যাল চিকনীয়া, ননদী দেতি মোয় গারী। ২ জিন ডারো মো পর রঙ্গ শু্যামরো, জিন মারো পিচিকারী । ৩ কহত নাথ রাখে কবলগ খেলিও, শাশ ননদী কি চোরি। ৪ কাফি । হোরী। দুনো, নয়নে সে খেলত ফাগ, তাম তুম আজব রঙ্গিলে । ১ লালী নয়ন মে গুলালী ডোরে, ভরি রসরঙ্গ অনুরাগ, চিত-মন্স + কি পিচিকারী মারত হো, গোপিন তনলগে অাগ নাচে তেরো পলক ছবিলে ॥ ২ ( ভাল ) ডুবগী লোক লাজ কি চুনরিয়া, মিঠগয়ী সরম সোহাগ, ভীজগরী কুলমান কিরে সাড়ী, ক্যাসে বচে ব্রজনার ধাওয়ে বাকে শয়ন রসিলে। ৩ (আরে) বৃন্দাবন কি কুঞ্জগলিন মে, কহু নাহি ছিপনেকে লাগ । হাট বাট যমুনা জিকে তটমে, যাহা যাউ লাগে দাগ, দেখ হাসে নাথ রঙ্গিলে । ৪

  • বন,বনরা--বনমালী, বনস্বামী । + চিত-মন-কটাক্ষ ।