পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী ...} $$ | নহে। কোন কারবারের তিন হাজার টাকা মূলধন হইলে দু'হাজার छैॉक बारक भङ्ठ ब्राथिब्रा, अथभङः शजाब्र छैोकांब्र माल थब्रिन করিয়া কাজ আরম্ভ করিতে হইবে । কারণ হাজার টাকার মাল খরিদ করিলে, হয়তো পাচশত টাকার মাল ঘরে মজুত থাকিবে, তিনশত টাকা ধার দিতে হইবে । নগদ-বিক্রয়ে হয়তো দুইশত $क भोज शरउ भयूड थाकिरद । क्रूि ७३ शrउ-भक्ड इंश्शङ টাকার মাল খরিদ করিলেই ব্যবসা চলিবে না। উহার সহিত ব্যাঙ্কে গচ্ছিত টাকার (Reserve ) পাচশত টাকা উঠাইয়া লইয়া দ্বিতীয়বারে অন্ততঃ সাতশত টাকার মাল খরিদ দরকার হইয়া পড়ে। এইভাবে কিছুদিন কারবার চালাইবার পর খরিদারকে নির্দিষ্ট কত টাকা পরিমাণ ধার দেওয়া আবশ্বক, এবং দোকানে কত মাল সৰ্ব্বদা মজুত থাকা দরকার তাহা স্থির হইয়া যাইবে । তারপর ক্রমশঃ মহাজনের বিশ্বাস অর্জন করিয়া উঠিতে পারিলে ধারেও মাল পাওয়ার স্ববিধ ঘটিবে। কিন্তু খরিদারকে ধারে মাল বিক্রয় করিবার একটা মাত্রা নির্দিষ্ট থাকা বিশেষ আবশ্বক। নতুবা অতিরিক্ত ধার দিয়া, সময়মত যদি টাকা আদায় না হয়, তবে মহাজনের তাগিতমত 'ডিউ’ পরিশোধ করিতে না পারিলে বিশ্বাস নষ্ট হইতে পারে। ব্যবসায়ীর সর্বদা সতর্ক থাকিতে হইবে, যেন মহাজনের টাকা “ডিউমত’ শোধ করিতে কোনপ্রকার অস্ববিধা না ঘটে । প্রাজে-বিক্রক্স $4 কোন ব্যবসায়ীকে ধারে মাল বিক্রয় করিবার সময় তাহাদের কারবারের অবস্থা ও অংশীদারগণের সমস্ত খবরাখবর লইয়া তবে ধারে মাল দেওয়া উচিত। নতুবা অনেক ক্ষেত্রে ঠকিবার আশঙ্কা : থাকিবে। আজকালকার বাজারে ধারে মলি লইবার উদ্বেপ্তে নূতন.