পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ ᎼᏄ☾ (৬) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত ফরমে রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট হিসাবে তালিকাভুক্তি বা পুনঃ ভর্তির জন্য আবেদন করিতে হইবে: তবে শর্ত থাকে যে, ফিস বাবদ একশত টাকা প্রদান করা না হইলে পুনঃ ভর্তির কোন আবেদন গ্রহণ করা হইবে না। (৭) গ্র্যাজুয়েটদের রেজিষ্টারী সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক নিস্পত্তি করা হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য: (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার একজন সদস্য। ·o (৮) ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। o (৯) ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি উহার দ্বারাই স্থিরীকৃত হইবে। o (১০) রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করার অধিকারী হইবেন। ১০। (১) বিশ্ববিদ্যালয় হইতে অধিভুক্তি প্রার্থী কোন মহাবিদ্যালয়ের আবেদন নির্ধারিত ফরমে যে শিক্ষা বৎসর হইতে অধিভুক্তি কার্যকর করার আবেদন করা হইয়াছে উহার পূর্ববর্তী শিক্ষা বৎসরের অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে রেজিষ্ট্রীরের নিকট পেশ করতে হইবে এবং সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিতে হইবে যে,- ১ o (ক) মহাবিদ্যালয়টি একটি গভর্ণিং বডির ব্যবস্থাধীন থাকবে; (খ) মহাবিদ্যালয়টির শিক্ষকগণের সংখ্যা, যোগ্যতা এবং কার্যকালের শর্তাবলী এইরূপ যে মহাবিদ্যালয় কর্তৃক গৃহীত শিক্ষাক্রম, শিক্ষাদান বা প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ইহা যথেষ্ট হইবে এবং মহাবিদ্যালয়ের ২ছত্রদিগকে প্রয়ােজনীয় উপদেশ ও পরামর্শ ও টিউটােরিয়াল পদ্ধতিতে © শিক্ষাদানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হইয়াছেঃ - § (গ) মহাবিদ্যালয়টি যে ভবনে অবস্থিত উহা যথোপযোগী: (ঘ) মহাবিদ্যালয় এই সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী o ് যে সকল ছাত্র তাহাদের পিতামাতার সংগে বসবাস করে না তাহাদের জন্য মহাবিদ্যালয়ের হোষ্টেলের বা মহাবিদ্যালয় কর্তৃক অনুমোদিত বাসস্থানে বসবাসের ব্যবস্থা করিয়াছে এবং ছাত্রদের তত্ত্বাবধান ও খেলাধুলা এবং শরীর চর্চাসহ তাহদের শারীরিক ও সাধারণ কল্যাণ সাধনের ব্যবস্থা করা হইয়াছে;