পাতা:চিত্ত-মুকুর.pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্ত-মুকুর।
১৩৩

১৪


অকুল নৈরাশ্য-স্রোতে হতাশ অন্তরে,
ভাসায়ে দিয়েছি প্রাণ ওই করে ধরে,
হৃদয়ের গ্রন্থিচয়
একে একে সমুদয়—
ছিঁড়িয়াছি ওই দিন—হৃদয় আদিত্য
অস্ত গেছে ওই চিত্রে জনমের মত!

১৫


“এই বার দেখ চেয়ে” হৈল দৈববাণী,
অমনি ভাসিল নেত্রে সেই ছবিখানি।
“শৈশবের প্রাণেশ্বর,
দুখিনী বিনোদে ধর”
শূন্য হ’তে পদ-প্রান্তে পড়িল রমণী,
সহসা সুখের স্বপ্ন ভাঙ্গিল অমনি।


হিতকরী সভার সাম্বাৎসরিক

সম্মিলন উপলক্ষে।

মিলিত বঙ্গের সুত দেশ-হিত সাধনে,
উজলিল সভাতল মরি বঙ্গ-রতনে!