পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণভোট আইন, ১৯৯১ ১২১ (৩) প্রিজাইডিং অফিসার গণনা হইতে বাদ দেওয়া ব্যালট পেপারগুলি গণনা করিয়া পৃথক প্যাকেটে রাখিবেন এবং প্যাকেটটি গালার দ্বারা সীলমোহর করিবার পর প্যাকেটে রক্ষিত কাগজপত্রাদির বিবরণ প্যাকেটের উপর লিপিবদ্ধ করিয়া প্রত্যায়ন করিবেন। (৪) প্রিজাইডিং অফিসার ভোট গণনা সমাপ্ত হইবার অব্যবহিত পরে জাতীয় ് সংসদ ভবনের ছবির প্রতীকের উপর উক্ত সীলমোহরের ছাপ সম্বলিত হা সূচক No ব্যালট পেপারকে উক্ত বিলে সম্মতিসূচক এবং কাটাদাগ চিহ্নিত প্রতীকের উপর © উক্ত সীলমোহরের ছাপ সম্বলিত না সূচক ব্যালট পেপারকে উক্ত বিলে ് অসম্মতিসূচক ভোট হিসাবে গণনা করিয়া উহার সংখ্যা উল্লেখপূর্বক বিধি দ্বারা । Co নির্ধারিত পদ্ধতিতে একটি বিবরণী প্রস্তুত করিবেন। ് ༣ རིང་། ། -- (৫) এই ধারার বিধান অনুযায়ী ভোট গণনা সমাপ্ত হইবার পর প্রিজাইডিং ৷ অফিসার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ব্যালট পেপারের হিসাব বিবরণী প্রস্তুত রবেন এবং উক্ত হিসাব বিবরণীতে নিম্নবর্ণিত তথ্যাদি সন্নিবেশিত করবেন, যথা: S §o (ক) তাহাকে প্রদত্ত মােট বাল্ট পেপারে সংখ্য৩১ (খ) ব্যালট বাক্স হইতে প্রাপ্ত ও গণনাকৃত ব্যালট পেপারের সংখ্যা; (গ) অব্যবহৃত, নষ্ট ও বালকৃত পেরে সংখ্যা; এবং o (ঘ) অবৈধ বা গণনা বহির্ভূত ব্যালট পেপারের সংখ্যা। So (৬) প্রিজাইডিং অফিসার পৃথক পৃথক প্যাকেটে নিম্নবর্ণিত কাগজপত্রাদি গালার দ্বারা সীলমোহর করিবেন, যথা: CN (ক) অব্যবহৃত ব্যালট পেপার; ് খে বালক বাটলার கு) ভোটকেন্দ্রে ব্যবহৃত এবং চিহ্নিত ভোটার তালিকা: - § (ঘ) ব্যবহৃত ব্যালট পেপারের মুড়িপত্র; o (ঙ) রিটার্নিং অফিসার কর্তৃক নির্দেশিত অন্যান্য কাগজপত্রাদি। ost (৭) পূর্ববর্তী উপ-ধারাসমূহের অধীন কার্যক্রম সমাপ্ত হইবার পর প্রিজাইডিং অফিসার তৎকর্তৃক প্রস্তুতকৃত ভোট গণনার বিবরণী, ব্যালট পেপারের রেকর্ডপত্র সহকারী রিটানিং অফিসারের নিকট প্রেরণ করিবেন।