পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\ジbr রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (৪) প্রত্যেক ভোটার তাহার জন্য নির্দিষ্ট ব্যালটের কাউন্টার ফয়েলে নিজ নাম স্বাক্ষর করিয়া ব্যালট পেপার সংগ্ৰহ করিবেন। অতঃপর উহার আউটার ফয়েলে তিনি যে প্রার্থীকে ভোট প্রদান করিবেন তাহার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করিয়া ভোট প্রদান করিবেন এবং উহা সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখিবেন। o (৫) নির্বাচন কমিশন প্রয়োজনবোধে সংসদ কক্ষের অভ্যন্তরে একত্ৰি ভোট কাউন্টার স্থাপন করিতে পারিবেন। © ব্যাখ্যা।- এই ধারায়,- ് - C , (১) “বিভক্তি সংখ্যা” বলিতে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ-সদস্যকে বরাদ্দকৃত বিভক্তি সংখ্যা বুঝাইবে; - - (২) “আউটার ফয়েল” বলিতে ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়ি ব্যতীত বাকী অংশ বুঝাইবে। o ভোট গণনা ও ফলাফল ১১। (১) ভোটগ্ৰহণ অন্তে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনার ঘোষণা প্রকাশ্যে ভোট গণনা করিবেন। -11 o© (২) প্রার্থীগণের মধ্যে যিনি প্রদত্ত ভোটের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট प्रितिनसिन्धअन्त िछन्त ঘোষণা করিবেন। o (৩) যদি প্রার্থীগণ সমান সংখ্যক ভেট প্রাপ্ত হন তাহা হইলে লটারীর মাধ্যমে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন। (৪) রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফল সম্পর্কে নির্বাচন কমিশনারের ঘোষণা চূড়ান্ত হইবে। O বিধিপ্রণয়নের ক্ষমতা ১ ১২। এই আইনের উদ্দেশ্যসমূহ কার্যকর করিবার উদ্দেশ্যে নির্বাচন সজল জলে থাকিল তি পারিবেন। so - রতিকূল । SVO l Presidential Election Ordinance, 1978 (Ord. No. XIV N of 1978) এতদ্বারা রহিত করা হইল। -S ്