এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুর্ণাম
পথে যেতে যদি না দেখতে পেয়ে
পদস্খলন ঘটে;
যত না আঘাত, জেনো তার চেয়ে
দুর্ণামই বেশী রটে।
টাকার কুমীর
ভুখমিছিলের
কঙ্কাল দেখে চোখে
টাকার কুমীর
অশ্রু ঝরায় শোকে।
ওমর খৈয়াম
তুমি আমি আর
চেকবই
তাহলেই প্রেম
টেঁকসই।
২৮