পাতা:ক্লাইব চরিত - সত্যচরণ শাস্ত্রী.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ® ক্লাইব চরিত | == ও তাহার পরিবারবর্গকে তথায় পাঠাইয়াছিলেন । যুদ্ধাবসানের পর সফদর আলি তাহার পরিবারবর্গকে তা নয়ন করিলেন, চান্দ৷ সাহেব তার তাহা করিলেন না । তিনি জানিতেন নবাব ও মহারাষ্ট্রীয় উভয়েই তাহার শত্রু এবং প্রতিমুহূৰ্ত্তেই তাহার বিপদগমনের যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে । চান্দাসাহেব যাহ। মনে করিয়াছিলেন তাহাষ্ট হইল । নবাব, মহারাষ্ট্ৰীয়দিগকে আহবান করিয়া ত্রিচনাপরা অবরোধ করেন । তিন মাসের পর ত্রিচন}পল্লী মহারাষ্ট্ৰায়দিগের হস্তগত হইল এবং চান্দাসাহেব বন্দী হইয়। সাতারায় নীত হইলেন । সফদার আলির উদ্বেগ দূর হইল ন। তিনি জানিতেন নিজম উল মূল ক প্রথম অবকাশে তাহকে আক্রমণ করিবেন। তাহার পিত, নিজমের অষ্ট্র জ্ঞ। ন লইয়। মসনদে উপবেশন করেন । তাহার এ অবজ্ঞ নিজ মি কখনই বিস্মত হইবেন না । সেই ভাবিয়। সফদর হার এক লএ মাদ্র (জে প্রেরণ করেন । -> رع সফদরের অদৃষ্টে সুখ নাই, তিনি তাহার বিশ্বাসঘাতক ভগিনী পতি ও খুড়তুতে ভাই মৰ্ত্ত জ। আলি ক স্তুক নিহত হন । মৰ্ত্তজার ব্যবহারে তাহার প্রধান কন্মচারীগণ অত্যন্ত বিরক্ত হইয়। সফদরের অন্যতম পুল্ল মহম্মদ সৈয়দকে নবাব বলিয়; গ্ৰহণ করেন । এই সময় অতিবৃদ্ধ নিজামউলমুল্প, বহুসংখ্যক সৈন্য লইয়া কর্ণাটকে উপস্থিত হন । সফদার আলির বালক পুত্ৰ নিজামের সম্মখে তানীত হন । নিজাম, বালকের প্রতি স্নেহ দেখান এবং বয়ঃপ্রাপ্ত হইলে, নবাব হুইবে বলিব| তা শ্বিাস প্রদান করেন । বালকের পাছে কোনরূপ তামঙ্গল হয় এই আশঙ্ক। করিয়৷ নিজাম, তাহার আস্থায় হস্তে রক্ষণ ভার না দিয়৷ আনারউদান নামক