পাতা:শঙ্করাচার্য্য - গিরিশচন্দ্র ঘোষ.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AASAASAASAASAASAASAASAASAASAASAeAeSeSeeSeSSS S . * *. *..."_*_*_^. "క్కా, _F. . তৃতীয় অঙ্ক । Ꮌ☾ S S AAAAA SAAMSAAAAAA SAAAAA AAAASASASS eeS MMASA eeeSAeAS SSAS SSAS ూ. మ్కౌ আমার অনুমান হয়, ইনি সামান্য ব্যক্তি নন, এর ব্যঙ্গ-পরিহাসও শাস্ত্রসঙ্গত ; এতে বোধ হয় ইনি শাস্ত্রজ্ঞ । মগুন । ব্রাহ্মণ, আপনি যথার্থ আজ্ঞ ক’রেছেন। (শঙ্করাচার্য্যের প্রতি ) হে যতি, অদ্য আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। শঙ্কর ৷ পণ্ডিতপ্রবর, আমি সামান্য ভিক্ষার জন্য আপনার নিকট আগত নই, আমি সদভিক্ষার কামনায় সমাগত। আমার সহিত তর্কে প্রবৃত্ত হোন, এই আমার প্রার্থনা । কৰ্ম্মকাণ্ড আপনার প্রিয়, কিন্তু বেদান্তসিদ্ধান্ত আমার জীবন। আমার ষাচ ঞ, তর্কে আমায় পরাজয় ক’রে আমায় কৰ্ম্মকাণ্ডে লিপ্ত করুন ; আর আপনি ষদি পরাজিত হন— আমার ব্রহ্মাদ্বৈত মত আশ্রয় করুন। পণ্ডিতবর, বিচারে প্রবৃত্ত হোন, নচেৎ আমার নিকট আপনি পরাজিত স্বীকার করুন, আমি প্রত্যাবর্তন করি । মগুন । যতিবর, অনুমান হয়, আপনি সম্প্রতি এ প্রদেশে আগত । যদি অনন্তদেব, কনাদ, গৌতম প্রভৃতি আমার সহিত বাদানুবাদে ইচ্ছুক হন, আমি পরাজিত—এরূপ বাক্য কখনও আমার মুখ হ’তে নিঃস্বত হবে না। আমি উপযুক্ত তার্কিক চিরদিনই তত্ত্ব করি। সামান্ত ব্যক্তির সহিত তর্কে আমার তৃপ্তি জন্মে না । যোগ্য পণ্ডিত উপস্থিত হ’লে প্রকৃত বেদমার্গ কি, তা প্রতিষ্ঠিত করবার নিমিত্ত আমি সৰ্ব্বদাই ব্যাকুল । মধ্যস্থ স্থির করুন,—আমি বিবাদে প্রস্তুত । শঙ্কর ৷ পণ্ডিতবর, এক নিবেদন, বিবাদে যার পরাজয় হবে, তিনি নিজ মত পরিত্যাগ ক’রে বাদীর মত গ্রহণ করবেন। যদি আমি পরাজিত হই, আমি সন্ন্যাস-আশ্রম পরিত্যাগপূৰ্ব্বক শিখ ও যজ্ঞোপবীত পুনর্বার ধারণ ক’রে আপনার ন্যায় গৃহস্থাশ্রম গ্রহণ করবে। আর যদ্যপি আপনি পরাজিত হন, শিখামগুনপূর্বক আমার নিকট