পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

を & গিরি-গ্রন্থাবলী ". . ( দিনু ইলিস্পেকূটার ও পাহারাওয়ালাগণের প্রবেশ ) 'দই । কি হয়েছে ? কি হয়েছে ? গণ। ও বাবা, এই মোগল ব্যাট। এই বাড়ীতে সেখিয়ে বাক্সো ভাঙ্গছে । দিমু । বাধে । গণ- আর বাবা, এদিকে এক ব্যাটা ছুটে গেছে ! দিন । বটে, আচ্ছা দেখছি । [ প্রস্থান । গণ। প্রাণনাথ যেন বিদ্যাসুনারের পালা, বিদ্যার মন্দিরে প্রবেশ ও কোটাল কর্তৃক চোরধরণ। এখন মালিনী মাসীর সঙ্গে রাজদরবারে বেগে হাজির হওন । ( কৃষ্ণধন বসুকে লইয়া দিমুর পুনঃপ্রবেশ ) কৃষ্ণ । আমরা উকীল, জান ? বেইজ্জত করে। না। অামাদের এ বাড়ী ; আমাদের কাছে বাধা ছিল, আমরা পজেশন ( Possession ) নিয়েছি । দিম । তা মশাট, অামায় আপরাধী করছেন কেন ? রেতের বেলায় একজন মোগলের পোষাক পরে, একজন মেয়েমানুষ সেজে এসে আপনার বাকৃসে ভাঙ্গছেন। সিদ্ধে। মিষ্টার বসু, বড় ফলস্ পেজিসনে (False Position) colo কালী। দিলু বাবু, এ কি ? দিমু । অজ্ঞা — & কৃষ্ণ । মশাই, শুনেছি আপনি মহৎ লোক, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন । আমি মাধব বাবুর ও ইনি যাদব বাবুর এটর্ণি; সমস্ত সম্পত্তি অল্প টাকায় মর্ট গেজ ( nortgage ) লিখে নিয়েছি । তার পর আপনার এটর্ণি আপনার বড় দাদার উইল বার করেন, চাটুৰ্য্যে সংবাদ দিলে, স্নেই উইল রঙ্গিণীর কাছে আছে। ঐ চাটুৰ্য্যেই বলেছিল যে, কিছু টাকা খরচ করলে রঙ্গিণীই সেই উইল দেবে। তার পর এদেরই কৌশলে এখন এই স্ত্রীলোকের বেশে পুলিসে ধরা পড়েছি । উনি কেন এসেছেন, ত৷ আমি জানি না। সিদ্ধে। মশাই, আমায় ও রক্ষা করুন। আমি ও ঐক্কপ প্রতারিত হয়েছি ; আমার এই લ বেকুবি যে, রঙ্গিণীকে আমি টাকা দিয়ে ব* ক - তে আসি নি।--প্রেমে বশ করতে এসেছি। শুনেছিলেম, রঙ্গিনীর মোগলের পোষাকে বড় সখ, তাই আমি মোগলের পোষাকে এসেছিলেম । * @ কৃষ্ণ । মশাই, আমি সে সমস্ত কাগজপত্র ফিরিয়ে দিতে প্রস্তুত আছি । একরার দিতে রাজা আছি যে, মিথ্যা ক’রে ভুলিয়ে নিয়েছি, আমাকে রক্ষা করুন । সিদ্ধ। মশাই, আপনি যা বলবেন, আমি তাই করতে প্রস্তুত আছি। কালী। দিমু বাবু, যদি চোর গ্রেপ্তার করে থাকেন, তা হলে সকলকে গ্রেপ্তার করুন। অ।মি চার্জ ( charge ) দিচ্ছি যে, এ ধ। চোর ডেকে এনে ধরিয়ে দেছে ( ; যদি চুরি হ’য়ে থাকে ত এ বা তার অংশী । দিম । মশাই, আমায় মার্জন করবেন । রঙ্গণীকে আমি ভগ্নী অপেক্ষ স্নেহ করি ; তার প্রতি অত্যাচার হবে শুনলেম, বড়-মা পথে পথে বেড়াচ্ছেন, তার অনুসন্ধানে আমার ভিক্ষ মাও পথে পথে বেড়াচ্ছেন—এর আপনাদের সৰ্ব্বনাশ করেছেন, এই ক্রোধে আমিও সহকারী হয়েছি। যদি কৃপা করে মার্জন করেন করুন ; নচেৎ অপর ইন্‌ষ্পেক্টার ডেকে আমায় শুদ্ধ বাধিয়ে দিন । আমিও এদের সহকারী। কালী। রঙ্গিণী যদি তোমার ভগ্নীর অধিক হয়, তা হলে আদালতে তার নামে কলঙ্ক করতে কিরূপে প্রস্তুত হয়েছিলে ? সকল কথাই আদালতে প্রকাশ হতো, তা হলে লোকে भन्महे दिशनि कब्रटङ । नौब्रद रु'cव्र श्राष्ट्र cष ? भएन झुन ७ि मा 6श, कथन ? কুকাজে সুফল ফলে। তোমরা লোক রক্ষক, মহারাণী তোমাদিগকে লোকরক্ষার জষ্ট নিযুক্ত করেছেন। যদি কায়মনোবাকে কর্তব্যসাধন করতে, যদি যমের দ্যায় লোকে তোমাদের না ভয় কর্তে, রক্ষক বলে জ্ঞান করতে, তা হলে কি চুরি ডাকাতি খুন চাপ