পাতা:গিরিশ গ্রন্থাবলী.pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ननौब्रांभ । \\3 পালন করেছিলেন, তারা সকলেই সুনরী চতুরতা নিপুণা ; তাদের তিনি বল্লেন যে, রাজকুমারী সাজাতে হবে। অনাথ। তার কারা ? বিরজা। আপনি রাজকুমার, জানেন না ? অনাথ । না,আমি তাদের কপা এই প্রথম শুনছি। বিয়জ। তার অনাথ রাগিব, তাদের নিয়ে এসে সকল মহেtহারিণী বিদ্যাশিক্ষা দেয়। অনাথ । এর তাৎপর্য্য ? বিরজা। যখন সন্ধির প্রস্তাব এইরূপ হয় যে, রাজপুরবাসী মহিলাগণ বিপক্ষের রাজ্যে সন্ধিরক্ষা হেতু বদস্তি করবে, তখন তাদের প্রয়োজন হয় ; সেই রাজ-পুরমহিলার পরিবর্কে তারাই প্রেরিত হয়ে থাকে। অনাথ। এতদূর কপটতা ! বুঝেছি, যদি সন্ধিভঙ্গের মুযোগ পায়, সন্ধিভঙ্গ করে, এই অনাথিনীরাই যন্ত্রণ পায় । বিরজা । আপনি এখন কতক বুঝেছেন। মন্ত্রী ঐ কস্তাদের বশ্লেন যে, রাজকুমারী সাজতে হবে, তাতে সকলেই ভয় পেলে, তখনও তাদের ভয় ছিল। কিন্তু একজন ভয়, লজ্জা, ঘৃণা-বর্জিতা—প্রাণহীনা – অনাথ”। আপনি কি বলছেন ? বিরজা। প্রাণহীনা শুনে আপনার ভয় হচ্ছে ? সত্যই প্রাণহীন ; তাদের শিক্ষা গুমুন, বুঝতে পারবেন। যখন তৃষ্ণা পেয়েছে, দুরে বারি রেখে বালিকাকে যন্ত্রণা দিয়েছে, উত্তম পরিচ্ছদ দিয়েছে, বালিকা আনন্দে তার পানে ধেয়ে গিয়েছে বলেছে, দূর হ, ছুসমি—তুই বাদী, এ তোর নয়, তুই পর, যখন ইচ্ছা হবে, কেড়ে নেব—তুই বাণী । ৰখন যা মনে সাধ উঠেছে, তখনি তারে বলেছে, তুই বাদী। অন্ধ, দরিদ্র, ক্ষুধাতুর সামনে এনে দিয়েছে—যখন করুণায় বালিকার প্রাণ আর্দ্র হয়েছে, তখন বেত্রীঘাত করে বলেছে, তুই বাণী, তোর দয়া করবার অধিকার নাই। এদের সামনে এই সব খ, ধ না খেতে পারবি, কুকুরকে দিবি, তবুওদের বিনি। তার কার, অনাথ। আর বলবেন না, আর আমি শুনতে फ्रांहे ना । বিরজা। এই তো কৈশোর শিক্ষা। গুমুন, আরও শিক্ষা আছে—যৌবনে কটাক্ষে যুবার প্রাণ বিদ্ধ করতে হবে, যখন সে উন্মত্ত হবে, তার আর মুখাবলোকন করতে পাবেন । অনাথ । এ সব কি কথা, অামায় ক্ষমা করুন। বিরজ। তবে জানতে চান না, আমি কিসে স্বৰী श्न ? অনাথ। এর সঙ্গে আপনার মুখের কি সম্বন্ধ ? বিরজা । সম্বন্ধ আছুে শুনুন,সেই লজ্জাহীন রাজ কুমারী সাজতে স্বীকৃত হল। অনাথ । আপনি কি করলেন ? বিরজা। আমি আপনার কাছে এলুম। অনাথ। এইজন্ত মন্ত্রী এত সন্দেহ করেছিল। বিরজা। কিরূপ সন্দেহ করেছিলেন ? অনাথ। আমায় পুনঃপুনঃ পত্র লিখেছিলেন যে, রাজকুমারী কি না, বিশেষ প্রমাণ নেবেন। বিরজা। আপনি কি প্রমাণ নিলেন ? অনাথ । আমি আপনাকে জিজ্ঞাসা করলেম, আমি আপনার সরলতাপূর্ণ মুখ দেখে বুঝেছিলেম যে, আপনি কখনও মিথ্যা কইতে পারবেন না । বিরজা। বুঝুন, আমি প্রাণহীন ,কি না বুঝুন, আপনার সেই সরল বিশ্বাসের উপর আমি প্রতারণা করেছিলেম! আমি রাজকুমারী নই, আমি প্রাণহীন মন্ত্রি-গঠিত মাংসপুতলী । অনাথ। কুমারী করে না ছল! জান না জান না আমার প্রাণ ! নিত্য হেরি হৃদয়ে তোমারে, অন্তরে অন্তরে তোমার আবাসস্থাম । বলো না বলে না— এতদিনে চিনিনি তোমার, ভূমি সরলত্তাময় ! কিব| আর পরীক্ষা করিবে ; MC अबूौ, যাও চলে নিজ দেশে ; কেহ না রোধিবে ।