৩য় গর্ভাঙ্ক ] করমেতি বাই । N96* উড়ে যায় অমৃনি বসন, লাজে হয় রাঙা বদন, মলয়া অলকা ওড়ায়, বুকে রাখি আয়। সকলে । এলে ফের আসতে পারে, কিরণ মালা গলায় পরে, সোহাগ ভরে চায় যদি কেউ পায় ॥ স্বপ্ন সঙ্গিনী। ছিছি ছি পদ্ম ফেলে মজলি কি কেতকী ফুলে। রঙিলা তৰু এ স্বরা স্বাদ কি তুমি গেলে ভুলে ৷ রসে ভোর আদর ক’রে এস নাগব ধরি গলা । মলা নেই খোলা এ প্রাণ জানে না ত ছুতো ছলা ॥ ছি ছি ছি সুধা ফেলে বিষ খেলে কি পিয়াস মেটে। ক’রেছ কার কামনা জাননা মুন দেবে কেটে ॥ রসিকা হয় কি যে সে রসিক হ’য়ে তাও জান না । পাথরে জল কি ঝরে বোঝালে ত বুঝ মা’ন না। চল হে বিলাস ঘরে হেথা কেন এস চ'লে । সাধ ক’রে জে’ল না জালা ছাই হবে না জ’লে জ’লে ৷ আলোক। জলে জলুক, পিশাচিনী স্থর হঃ ! এ কি স্বপ্ন দেখুলুম না কি ! নানা স্বপ্ন নয়—সত্য, আমার মনের বিকার সাম্নে এসে দাড়িয়েছে। এ বিকার কি দূর হবে ? হবে—তার সঙ্গে থেকে হবে। সে বিকারশূন্ত দেবীসঙ্গে কখন মনের
পাতা:আশ্চর্য্য প্রদীপ - গিরীশচন্দ্র ঘোষ.pdf/২৩৩
অবয়ব