&४० नन्नcन मन्त्रकै কঁাপিতে কঁাপিতে চেয়ার হইতে মেজেতে পড়িলেন ; তাহার মুখে গাজল উঠিতে লাগিল । ሷት L... তাহা লক্ষ্য করিয়া বাহাদুর সা এক লম্ফে ডাক্তারের নিকটস্থ হইলেন,এবং তাহাকে ধরিয়া বলিলেন,"তুমি কেন এ বোকামি করিলে ? কি বিষ খাইয়াছ ? কনেষ্টবল উমেদ সিং, তুমি এখনই একজন ডাক্তারের কাছে যাও, আর একজন শীঘ্ৰ জল লইয়া আইস ।” প্রেমজি এতক্ষণ কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া বসিয়াছিল ; সে যখন দেখিল, ষড়যন্ত্র ধরা পড়িয়াছে, আর অব্যাহতি লাভের পথ নাই, তখন সে, ধীরে ধীরে সরিয়া পড়িবার উপক্রম করিল ; কিন্তু বাহাদুর সার দৃষ্টি এড়াইতে পারিল না। বাহাদুর স৷ বলিলেন, “ধনবানের জাল পুত্র সাজিয়া উপহার সৰ্ব্বস্ব আত্মসাৎ করিবার আশায় পিঠের চামড়া বদলাইয়াছ, কিন্তু সে আশা আর পূর্ণ হইল না ; কারণ, তুমি যাহার মুখোস পরিয়া সংসার রঙ্গমঞ্চে অভিনয় করিবে স্থির করিয়াছিলে, আমরা তাহাকে খুজিয়া বাহির করিয়াছি।” তাহার পর তিনি বায়রামজির মুখের দিকে চাহিয়া বলিলেন, “এজর সাহেব, আপনার ভাব দেখিয়া মনে হইতেছে আপনি যেন স্বপ্ন দেখিতেছেন ; আপনি যে একটি ভীষণ ষড়যন্ত্রে জড়াইয়া পড়িয়াছিলেন, তাহ। আপনি মুহূর্বের জন্যওঁ বুঝিতে পারেন নাই। এই বিশ্বাসঘাতক উকীল বামনজিকে বিশ্বাস করিয়া তাহারই হন্তে আপনার নিক্ষদিষ্ট সস্তানের সন্ধান ভার দিয়াছিলেন ; সে কতকগুলি টাকার লোতে এই পাপিষ্ঠদের সঙ্গে ষড়যন্ত্র করিয়া একটা অপদার্থ বেশু-পুত্রকে আপনার পুত্ররূপে প্রতিপন্ন করিবার চেষ্টায় ছিল ; আর এই মাণিকজি ফ্রামজি অর্থাৎ যে পাপিষ্ঠ
পাতা:নন্দনে নরক - দীনেন্দ্রকুমার রায়.pdf/৫৬৪
অবয়ব