পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\O63, কেহ বলে আয় গো ধনী, কেহ বলে যায় গো ধনী, কেহ বলে দেহ হরির ধ্বনি, ধনীর ধ্বনি আর আর কি শুনৰ ফিরে । কেহ বলে আন তুলসী করে গঙ্গাজল, কেহ বলে মা অন্তর্জলে কর অন্তর্জল, যার কৃষ্ণ লাগি অন্তর জ্বলে, কাজ কি রে তার অন্তর্জলে, এখন অন্তিমকালে, কি করিবে কালে কিশোরীরে। কেহ ধরে প্যারীর চরণ বলে মা ধর আয়, যে পা ধরে বংশীধরে সে প। আজ ধরার, যার চরণে শুম নাম লেখা, তার কাছে কেন নাম ডাক, স্থদন বলে ও বিশাখ, মরবে না রাই দেখা পাবে ফিরে ॥ दिविप्रे-भषTभांम । ধৰ্ম্ম অবতার, কি ধৰ্ম্ম রাখলে তার, গুরুমারা বিদ্যা হে তোমার। রাধা তোমার প্রেমের গুরু, শুনেছিলাম ওহে চারু, এখন দেখি তুমি গুরু তার ॥ যে তোমারে প্রেম শিখালে, তারে তুমি খুব শিখালে, ধৰ্ম্ম খেলে লয়ে ধৰ্ম্ম ভার। পদ পেয়েছ গুরু এখন গুরু, চিন্‌লে না গুরু সেবে গুরু, হয়ে সে গুরু মান না হরি ;– রাইকে করে কুলত্যাগী, তুমি হলে গুরুত্যাগী, দেখ দেখি ধৰ্ম্ম রইল কি ; সইলাম যত কুলাঙ্গনা, কিন্তু শুম ধৰ্ম্মে সবে সবে না, কেহ সবে না তোমারি এ ব্যবহার ॥ গোচারণ ঘুচেছে কিন্তু আচরণ ঘুচে নাই হরি, গুরুমারা পাতকের ফল কিছু কি ফলবে না হরি, বলে যাব কুঞ্জাকে, বড় ভালবাস যাকে, গুরুত্যাগী জানবে তোমাকে ;– গুরুনিন্দা অধোগতি, গুরু বধলে কি তার গতি, হুদন বলে কি গতি আমার ॥ वॅिक्षिणै-भषामांम । বলব কি অধিক আর, নাই আর তব অধিকার। তব পুত্র অধিকার, হয়েছে জীরাধিকারি, বাঙ্গালীর গান। এখন করের জন্য তলীল ভারী, হচ্চে রাধিকার ॥ নিষ্কর ভূমে ছিলাম ব্রজে নিকুঞ্জকাননে, তাতে জরিপ কল্পে গিয়া দয়ম কাননে, যে রাধার ছিল দেবত্তর, তিনি তিনি হয়েছেন নিরুত্তর, কে করে আর প্রত্যুত্তর সদাই হাহাকার। থাকৃতে কৃষ্ণ বৰ্ত্তমানে প্যারী কৃষ্ণ পায়, বলব কি হে দুঃখের কথা বলতে কান্না পায়, একবার ব্রজে যাও ন পায় পায়, রাই বাচায়ে এসে সেই পায়, স্থদন বলে ধরুকৃ না পায়, কি শঙ্কা তোমার ॥ दिग्निप्ले-भ१Iभांन । এখন বাশী ভালবাসিনে, তাইতে আদিনে, নইলে থাকৃত যাওয়া আসা, আর সে আশা রাখিনে ॥ যখন ছিল ব্রজে বাণী, তখন ভালবস্তাম বাণী, এখন নাই সে ভালবাসাবাসি, এ কোন বাণী তা চিনিনে ॥ বাণী তালবেসে মোদের কাছে কি বাকী, আবার দিতে চাও যে বাণী বিবেচনা কি, শুনলে তোমার বাশের বঁাশী, থাকৃতেম না হে বাসে বসি, -- গেছে মাসামালি এখন দ্বেষাদ্বেষি রাখিনে ॥ যে বাণীতে কুল নাশি এসেছ ফেলে, . আর কেন সে বঁাশীর কথা গিয়েছি ভুলে, শুনলে হতেম বনবাসী, স্থান বলে দেখতে আদি, বাণীনিতে আসিনে। মঙ্গলবিভাস—ঢ়িম-কাওয়াঙ্গী। লাজে মরি, হেসে মরি, দুঃখে মরি হে কৃষ্ণধন। যে তোমায় দান কল্পে চন্দন, সেই হয়েছে প্রেম প্রয়োজন ॥ কতু দুঃখ সাগরে ভাসি, কতু তোমায় দেখতে আসি, রাজরাণী হইল দালী, শুনে হাসি তারি কারণ।