পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

84.8 বেহাগড়া পোস্তা । মুমতি ভূপতি আতি, তুমি ওহে মহারাজ। সুখে থােক ধনে মানে, রিপুগণে দিয়ে লাজ ॥ পাইলে হারানিধি, প্রিয় মা পুনরায় ; বাসনা পূর্ণ হ’লো, সুখে কর রাজকাজ । হয়ে সুবিচারে রত, কর বহু যশোলাভ, যেমন শোভে ক্ষিত, তারপতি দ্বিজরাজ ॥ রামকেলী আড়t:ঠক। রজনী পোহল, ( এ ) অরুণ প্রকাশিল, হেরি শশী আমনি লুকাল। বহে শীত সমীরণ, বিকশিত ফুলগণ, উপবন সৌরভে পুরিল ॥ হিমবিন্দু তরুদলে, অরুণ-কিরণ-ছলে, মহীতলে তারকা জলিল । কোকিলের কুহুরবে, মযুর-ময়ূরী সবে, ঘুম ত্যজি নচিতে লাগিল । জীবকুল সচেতন, ত্যজিয়ে তৃণ-শয়ন, সুখী মনে হরিণী ধাইল। প্রভাতের সুখকর, শোভা অতি মনোহর, নব বেশ ধরণী ধরিল | কাফি-সিন্ধু যত । প্রধান। এই আশীষ করি। বিরহসাগরে পাবে, বহু মুখে কাল হরি ॥ সকলে । থাক হরিষে সদা, বহু মুখে কাল হরি । প্র । প্রাণনাথ-দরশনে, যাবে পুলকিত মনে, বিতরিবে তরুগণে, মুখছায়া দেহোপরি ॥ স। থাক হরিষে সদা, বহু সুখে কাল হরি। প্র। হবে পথধুলি যত, শতদল-রেণুমত, সরোবর সুশোভিত, কমলসহিত বারি ॥ স। থাক হুরিষে সদা, বহুমুখে কাল হরি। প্র। কুসুম সৌরভ সনে, মলয়ার সমীরণে। আমোদ পাইবে মনে, শ্রম সব পরিহরি ॥ স1 থাক হরিষে সদা বহুমুখে কাল হরি ; প্র। কোন দুখ না রহিবে, সব আশা পুরাইবে ; প্রেমলাভ সমভাবে, রবে দিবা বিভােবরী ॥ ল। থাক হরিষে সদা, বহুমুখে কাল হরি ॥ বাঙ্গালীর গান । বেহাগ খাম্বাজ-ক{ওয়ালী । জয়ী হয়ে মহারাজ, থাক অনিবার। কৃপাধর, তুলনা মিলে না তোমার। সদা প্রাণপণে পরম যতনে, সকল প্রজার, কর উপকার ॥ রবির কিরণ, সহে তরুগণ, ছায়া দিয়ে তোষে, মন সবাকার। সুজন মুমতি, তুমি হে ভূপতি, পরিজনগণে, তুমি কুপাধার। سب سے ـ سے 9ے-صنعe কালা ডা ডিওট । ভ্রমরা নব মিলনে, ছিলে সেখানে । রসালমুকুল আর, পড়েনাকি মনে ॥ আদি প্রেম যার সনে, ভালবাসাধে জনে, নলিনীরে পেয়ে তারে, ভুলিলে কেমনে। নিদয় পুরুষ প্রাণ, প্রয়োজন সাধনে ; না ভাবে পরের দুখ, আপন কারণে ॥ শঙ্ক রাভরণ একতাল।। হা বিধি একি বিধি তোমার । কেন এমন ঘটন এ অবলার। অরণ্যমালতী, তাহার যে গতি, হল কি তেমতি মরি ইহার । অমূল্য রতন, তার অ্যতন, চরণে দলন, হৃদয়-হার ॥ সরস পীযুষ, হ’ল কি বিরস ; যাতে অভিলাষ, দেব সবার। যে শশী গগন, করয়ে শোভন, ভূতলে পতন, হ’ল কি তার ॥ दम स्व-३1इो३ अक्ष]मान । বসন্ত আইল পুন, কত মুখ হায় রে । নব নব কিশলয়, কানন সাজায় রে ॥ বিকসিত ফুল সনে, বিহুরিছে সমীরণে, মধুর কোকিলগণে, কুহুরবে গায় রে। সবে রস পুর্ণ হ’ল, শুষ্ক তরু মুঞ্জরিল, কেন যুবজন-মন, না রসিবে তায় রে ॥ «sympamamaya