পাতা:বাংলায় ভ্রমণ -প্রথম খণ্ড.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্ববঙ্গ রেলপথে বাংলাদেশ లినీ জয়পুরহাট স্টেশন হইতে ১ মাইল দূরে তেঘরিয়া গ্রাম। তেঘরিয়ার মাঠের ধ্যে একটি অতি প্রাচীন শিব মন্দির আছে। চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে একটি মলা হয় । মহীপুরের ধ্বংসাবশেষ জয়পুরহাট স্টেশন হইতে ৫ মাইল পূৰ্ব্বদিকে কেন্দুল গ্রামে জয়দেবের দীঘি, জয়দেবের ভিটা, শূলপাণির দীঘি প্রভৃতি দৃষ্ট হয় । কেহ কেহ মনে করেন এই গ্রামই গীতগোবিন্দের কবি জয়দেবের জন্মস্থান । নিমাই সাহার দরগা, কসবা উচাই - পাঁচবিবি-কলিকাত হইতে ২০১ মাইল দূর। সটেশন হইতে ৩ মাইল উত্তরপূৰ্ব্বে মহীপুর, আটাপুর, কস্বা-উচাই প্রভৃতি গ্রাম ব্যাপয় বিস্তৃত প্রাচীন * সাবশেষ দেখিতে পাওয়া যায়। এইগুলির সহিত পালবংশীয় নৃপতি মহীপালদেবের