পাতা:ভারতীয় স্মৃতি কথা ও চিত্র - সমরেন্দ্রচন্দ্র দেববর্মণ.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌশল্পী لیپالیسا “পাভোস” কৌশাম্বী মণ্ডলীর অন্তর্গত এবং “কড়া” নামক জনপদের অধিপতির অধীনে ছিল । উক্ত শিলালিপির প্রতিলিপি— "সংবত ১০৯৩ আষাঢ়—সুদী ১ আছেহ ক্ৰমত করে মহারাজাধিরাজ শ্ৰীষশঃপালঃ কৌসাংবমণ্ডলে পয়হাসগ্রামে মহাংতমনু সমাদিশতি যথা পভোসে কীয় মাথুর বিকৃষ্য শাসনত্বং প্রসাদোংকৃত্য মত্বভাগমোধাকর হিরণ্যপত্য দায়াদিকং মস্বেীপন তথামিতি দসবম্বেন সহধিকং ঢাল দৃতং পোত্রালাভং...দং...” প্রয়াগ-দুর্গ-মধ্যে ইদানীং যে অশোক-স্তম্ভ প্রতিষ্ঠিত আছে, পূর্বে ঐ স্তম্ভ কৌশাম্বীতে ছিল এবং জাহাঙ্গীর বাদশাহ, কর্তৃক উহা এই স্থান হইতে অপসারিত হইয়া উক্ত দুর্গের মধ্যে প্রোথিত হইয়াছিল – এইরূপ কথিত डोUछ् । প্রায় ২৪০ বর্ষ খৃষ্টপূর্বে কৌশাম্বী নগরী ভুবনবিখ্যাত সম্রাট, অশোকের সাময়িক রাজধানী থাকিবার কালে, উল্লিখিত স্তম্ভ তৎকর্তৃক এই স্থানে প্রতিষ্ঠিত হইয়াছিল বলিয়া অনুমিত হয়। জ্ঞাত হওয়া যায় যে, সেই সময় কৌশাম্বী নগরী তদীয় স্থায়ী রাজধানী পাটলীপুত্রের তুলনায় মাত্র সমৃদ্ধিতে দ্বিতীয় ছিল। প্রাগুক্ত শিলাস্তম্ভ-গাত্রে যে লিপি উৎকীর্ণ অাছে, তাহাতে কৌশাম্বীর বিষয় উল্লেখ থাকাতে এই স্থানই যে পুরাকালের সেই স্থপ্রসিদ্ধ কৌশাম্বী পুরী, ইহা স্পষ্টই প্রতীয়মান হয়। উক্ত স্তম্ভের গাত্রস্থ লিপির প্রতিলিপি নিম্নে প্রদত্ত হইল । "যে (অ) ন পয়তি কোসংবিয় মহম (। ) ত... মঃ সংঘস্ (ই) ত (অ) চিয়ে সংঘংভাখতি ভিখুব ভিখুনীয়া (দ) উসানি নংধাপয়িতু अांन ( cय) ज•••*