পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ * 》载气 উৎকীর্ণ হইয়াছিল৮৩। ধৰ্ম্মপাল খৃষ্টীয় নবম শতাব্দীর প্রথম ভাগে সিংহাসনে আলীন ছিলেন এবং পরবল নবম শতাব্দীর তৃতীয় পাদেও জীবিত ছিলেন। ইহা দেখিয়া ঐযুক্ত রমাপ্রসাদ চন্দ অকুমান করিয়াছেন ষে, ধৰ্ম্মপাল “সম্ভবতঃ প্রৌঢ়াবস্থায় রাদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেনঃ ” ৮১৩ বিক্রমাঝে ( ৭৫৬ খৃষ্টাৰে ) মাগাবলোক জীবিত ছিলেন। কারণ, উক্ত বর্ষে চাহমান ( চৌহান ) বংশীয় জনৈক মহাসামন্তাধিপতি কর্তৃক ক্রনগাবলোকের প্রবর্ধমান বিজয়রাজ্যে সম্পাদিত একখানি তাম্রশাসন, আজমীর চিত্রশালার অধ্যক্ষ রায় বাহাদুর পণ্ডিত গৌরীশঙ্কর হীরাচা ওঝা কর্তৃক কিয়ৎকাল পূৰ্ব্বে আবিষ্কৃত হইয়াছে* স্বৰ্গীয় ডাক্তার কীলহর্ণ অঞ্জুমান করেন যে, এই নাগবলোকই পরবলের পিতা কক্করাজ কর্তৃক পরাজিত হইয়াছিলেন। সুতরাং ইহা অবশু-স্বীকাৰ্য্য যে, কঙ্করাজ খৃষ্টীয় অষ্টম শতাব্দীর শেষার্দ্ধে জীবিত ছিলেন। কঙ্করাজের পুত্র পরবল যখন নবম শতাব্দীর তৃতীয় পাদে জীবিত ছিলেন, তখন ইহা স্পষ্ট বুঝিতে পারা বাইতেছে যে, ককরাঙ্গ ও পরবল দীর্ঘায়ু পুরুষ ছিলেন। সুতরাং ধৰ্ম্মপালদেবের যৌবনে পরবল-জ্বহিত রঞ্জাদেবীর সহিত র্তাহার বিবাহ হওয়াই অধিক সম্ভব। পরবল যখন অতিবৃন্ধ এবং ধৰ্ম্মপালদেব যখন বহু পূৰ্ব্বে স্বৰ্গারোহণ করিয়াছেন, তখনই বোধ হয় পথারির শিলাস্তগুলিপি উৎকীর্ণ হইয়াছিল। পরবল-জ্বহিত রঞ্জাদেবীর সহিত ধৰ্ম্মপালদেবের বিবাহ-সম্বন্ধে শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বন্ধ এক অদ্ভুত মত প্রকাশ করিয়াছেন। তিনি বলেন যে, "রাষ্ট্ৰকুট-সম্রাট, ৩য় গোবিন্দ অহঙ্গ ইজরাজকে লাটের আধিপত্য প্রদান করেন। কঙ্করাজ সেই ইজরাজের পুত্র, সুতরাং রঞ্জাদেবী হইতেছেন রাষ্ট্ৰকুট-সম্রাট ৩য় গোবিন্দের ভ্রাতু-পুত্রের পৌত্রী, অর্থাৎ—রাষ্ট্ৰকুট-সম্রাটের ৪র্থ পুরুষ অধস্তন। এদিকে ধৰ্ম্মপাল ৩য় গোবিন্দের সমসাময়িক। এরূপ স্থলে তাহার সহিত কঙ্করাজের পৌত্রীর বিবাহ কখনই সম্ভবপর নছে । ভাক্তার ফ্লিট, পরবল, ওয় গোবিন্দেরই একটি নামান্তর পাইয়াছেন। তাছার মতে এই ওয় গোবিন্দই স্বপ্নামেৰীর পিতা, সুতরাং ধৰ্ম্মপালের শ্বশুর” এই মতই সমীচীন" । স্তৃতীয় গোবিন্দ তাছার কনিষ্ঠ ভ্রাতা ইন্দ্ররাজকে লাটের আধিপত্য প্রদান । (••) Epigraphia Indica, vol. IX, p. 256. (८s) cऔछब्रांथबांण, गूः २१ । । (*); Epigraphia Indica, voi. IX. p. 241. ' . . . (*७) बक्द्र जांडीब्र इंडिशन, बांथश्चक७, भूः ***, नांदीक = १ ॥