পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপালের প্রাচীন পুথি। àà) ৭ । স্বয়ম্বু দেবকে নমস্কার, ইহার অন্য নাম রত্নলিঙ্গেশ্বর, ইহার আকৃতি শ্ৰীবৎসস্বরূপ, ইনি অষ্ট বীতরাগের রাজা । ইহার চরণ কৃপায় ভবসংসার পার হওয়া যায়। মৈত্ৰেয় হইতে ইনি উৎপন্ন। রত্নচুড়া • নামক বনময় পৰ্ব্বতে ইনি বিরাজ করেন । ইনি তোমাদের মঙ্গল করুন । আমি ইহাকে প্ৰণাম করি। (১৬) ৮। পদ্মাকৃতি খগন্ধের পুত্ৰ গোকর্ণেশ্বর তোমার প্রতি প্ৰসন্ন হউন। বাঘমতী নদীকূলে ইনি লোকনাথের অনুরোধে তীব্ৰ তপস্যায় ব্ৰতী হয়েন এবং এখনও তথায় নরলোকের কল্যাণার্থ অদৃশ্যভাবে অবস্থান করিতেছেন । আমি ইহাকে প্ৰণাম করি । ইনি তোমাদের কল্যাণ করুন। (২২) ৯ ।। ১০ । পতাকাকার মহেশ, শ্ৰীগিরিতে বাস করেন, ইনি নাগগণের অধিপতি। মহাসর্প কুলীক ইহাকে ভয় করে । আমি ইহাকে নমস্কার করি। মহাজীণের পুত্ৰ সৰ্বেশ্বর তোমার মঙ্গল করুন। আমি ইহাদিগকে নমস্কার করি। (২৩, ኻቅ ( ১৬ ) মুক্ত পুরুষের নাম বীতরােগ । ইহাদের অষ্ট প্রকার চিহ্ন আছে, যখা-শঙ্খ, ছত্র, মৎস্য, কলস, পতাকা, পদ্ম, শ্ৰীবৎস এবং বলয়। কৃষ্ণানদীর তীরে প্রাচীন অমরাবতী নগরীতে ও গুজরাটের নাগোর নগরে বৈশ্বােনর মূৰ্ত্তির শিব দেখা যায়। শ্ৰীবৎস, শ্ৰীকৃষ্ণের একটি মহামূল্য অলঙ্কার বিশেষ । (২২) মালাবার উপকূলে গোকৰ্ণ তীর্থ অবস্থিত। বাঘমতী ও অমোঘাবতী নদীদ্বয়ের সঙ্গমস্থলে আজিও এক পদ্মাকৃতি গোকর্ণেখর দেবতা আছেন। এখানে পিতৃ@कद्र यां६ शम्र । ( ২৩ ) শ্ৰীমহেশের অপর নাম কীলেশ্বর । শ্ৰীগিরির অন্য নাম চারুগিরি । DDBiS KDBBDB BB DD DBBB BBE S BDBDD BBBD D DD DD DBD তাহ৷ মহেশ নামে খ্যাত। ভোটানের এক শিবের নাম শ্ৰীমহেশ, ই হার মন্দিরের দ্বারে এই শ্লোক খোদিত আছে—“যখন সমস্ত বসুন্ধর হর-পাৰ্ব্বতীর একাধিপত্যে আসিবে তখন জানিও আবার সত্যযুগ আসিয়াছে। শৈবগণ রাজা না হইলে পুনরায় ধৰ্ম্ম স্থাপন হইবে না ।