পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিপাহী যুদ্ধের দুইটি চিত্র। ή ংস করেন। কুমার সিংহ এই সংবাদ পাইয়া জগদীগপুরে উপস্থিত হইয়া সমস্ত ইংরেজ সৈনিক পুরুষকে নিহত করেন। তঁহার সঙ্গে অনেকগুলি মহিলা ইংরেজের সহিত যুদ্ধ করিবার জন্য সজ্জিত হইয়াছিলেন, কিন্তু পরিণামে জায়গা না থাকায় প্রায় দেড়শত রমণী আপনাদের কামানের মুখে মাথা রাখিয়া জীবন বিসর্জন দেন । জগদীশপুর বিধ্বস্ত হওয়ার পর কুমার সিংহের কোনও সংবাদ পাওয়া যায় নাই । কথিত আছে যে, তিনি হস্তী পৃষ্ঠে গঙ্গা পার হইবার সময় ইংরেজের গুলির দ্বারা বাম হস্তে আচত হন। কুমার সিংহ সেই হস্ত কাটিয়া গঙ্গা মাতাকে উপহার প্রদান করেন। তাতার পর পবিত্ৰ সলিলা জাহ্বৰী তাহাকে নিজবক্ষে গ্ৰহণ করিয়াছিলেন । অথবা বসুন্ধর তাঁহাকে ক্ৰোড়ে স্থাপন করিয়াছিলেন ইতিহাসে তাহা সুস্পষ্ট রূপে ব্যক্তি করিতে পারে না । উপরে যে চিত্ৰ প্ৰদৰ্শিত হইল, নিম্নে তদপেক্ষা আর একটি বিস্ময়কর চিত্র প্রদর্শিত হইতেছে। এই রুধিরাঃপুত চিত্র ও কোম্পানীর শাসন কৰ্ত্তাদিগের ব্যবহারজনিত অসন্তোয্যের ফল । বুন্দে লেখণ্ডের পাৰ্ব্বত্য প্রদেশে ঝাঁসি নামক ক্ষুদ্র রাজ্য মহারাষ্ট্ৰীয়গণের অধিপতি পেশওয়ার আশ্রিত ও অনুগত এক ব্ৰাহ্মণ বংশের অধিকারে ছিল ! লর্ড ডালহৌসীর রাজ্য গ্ৰাসিনী নীতিবলে পেশওয়া বাজারাও এর রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হইলে বাজীরাও লক্ষ টাকা বৃত্তি লইয়া কানপুরের নিকট বিঠরে আসিয়া বাস করেন। তঁহার সহোদর কিমাজি আপ্লার প্রিয় পাত্র মেরোপন্ত নামক জনৈক ব্ৰাহ্মণের কাশীদাস কালে মনুবাই নামে এক কন্যা জন্মগ্রহণ করেন। মেরোপন্ত কাশী হইতে বিঠরে উপস্থিত হইলে বাজীরাও-এর পুত্র সুপ্ৰসিদ্ধ নানা সাহেবের সহিত ক্রীড়া কৌতুকে মনুবাই এর বাল্যকাল অতিবাহিত হয়। মনুবাই পরে ঝাসির অধীশ্বর গঙ্গাধর রাও এর সহিত পরিণীত হইয়া তথায় গমন কf/