পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বগুড়া জেলার ঐতিহাসিক উপকরণ। Cò নির্জরপুর বলিয়া মনে হয়। এই স্থানের সহিত সেন রাজাদের সম্বন্ধ अcनक १५४७ cन थीं याम्र । “আস্তে সেরপুরেহ্যাপি সেনবিংশ নিদর্শনং। পুরাতন পুরী স্থান করতোয়া নদীতটে ৷” ( লঘুভারত, কলতিহাস ৩য় খণ্ড, গৌড়পৰ্ব্ব ১৩৫ পৃঃ । ) “রাজা বল্লাল সেন করতোয় তটস্থ মহাপীঠ ক্ষেত্রের উত্তরাংশে বৃহৎ রাজপুরী সম্বলিত কমলাপুরী নামে একটি নগরী প্ৰতিষ্ঠিত করিয়া তাহার দক্ষিণাংশের পূর্বভাগে দুর্গ ও পশ্চিমাংশে অপর্ণা দেবার গুলকাপুরী মনোরম সৌধরাজিতে সুশোভিত করেন। বৌদ্ধাধিকার সময়ে ভারতের সকল তীর্থক্ষেত্রেরই বিশেষ অবনতি ঘটে ; গৌড়পতি পাল রাজাদের সময়ে গুল কাপুরী অবনতির চরম সীমায় উপস্থিত হয় । আৰ্যভূপতি বল্লাল সেন সনাতন ধৰ্ম্মের উৎকর্ষ সাধনে যত্নবান হইয়া গুল কাপুরীর সংস্কার সাধন করেন। অপর্ণা দেবীর যথাযোগ্য সেবা নির্বাহের জন্য ও পুরীর রক্ষণাবেক্ষণ জন্ত স্বপ্রতিষ্ঠিত কমলাপুরী নগরীতে একটা জ্ঞাতি পুত্রকে সামন্ত রাজারূপে স্থাপিত করিয়া,করতোয়াতটবৰ্ত্তী রাজ্য র্তাহাকে প্ৰদান করেন । পুর্বদিকে করতোয়া, পশ্চিমে আত্ৰেয়ী নদী, ইহার মধ্যবিত্তী ভূভাগ কমলাপুরা অধিপতির রাজ্যভুক্ত ছিল। এই রাজ্য বল্লাল সেনের জ্ঞাতি বংশীয়দের দ্বারা দুই শত বৎসর শাসিত হইয়াছিল। তন্মধ্যে একশত বৎসর সেন বংশের অধীনে সমস্ত রাজ্যেরূপে, আর এক শত বৎসর মুসলমানদের অধীনে করদ রাজ্যরূপে ছিল। বল্লাল কর্তৃক অভিষিক্ত ভূপতির কয়েক পুরুষ পরে অচ্যুত C3 SFJ SIN VE KAN ”" ( ভবানীপুর কাহিনী । ৭৬,৭৭, পৃ: ) The Dorgahs or shrines of Turkun Sayed are highly revered. He was a Ghazi slain in battle by the Hindu