পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খণ্ডগিরি ও উদয়গিরি। SS কিন্তু ইতিহাসের কঠোর সত্যের সম্মুখে সে সকল জলবিম্বের ন্যায় মিলাঠয়া গিয়াছে । এই চিত্ৰসম্বন্ধে প্রত্নতত্ত্ববিদগণের ভিন্ন ভিন্ন মত থাকিলেও বোধ হয়, ইহা অনুমান করা অসঙ্গত নহে যে, তৎকালীন কোনও বিশেষ সামাজিক ঘটনা অবলম্বন করিয়াই এই চিত্রগুলি খোদিত शू छुि? এই দ্বিতল গুম্ফাটি রাণী গুম্ফাবে পশ্চিমদিকে অবস্থিত ; ইহা দ্বিতঃ হইলেও, সৰ্ব্ববিষয়ে পূৰ্ব্বোক্ত গুম্ফা হইতে নিকৃষ্ট । এখানে কয়েকটি হস্তীর মূৰ্ত্তি অতি সুন্দরভাবে গুম্ফা 动 ジ স্বৰ্গপুরী গুহ্ম। BDODBDSgBDBD BBBDD S DDD BOOBODD 0D 00D S DDD DDD OBBB মোট চারিটি গৃহ ও সম্মুখভাগে একটি ধারা গুণ আছে, বারাণ্ডার স্তম্ভ গুলি একটি ও ভাল অবস্থায় নাই ! এই গু”স্কা : চতুর্দিকে ধ্যানমগ্নপর্বতগাত্রে প্রসারিত রাস্তার মধ্যে পড়ে বড় গাছ গুলি হ্যািষ্টতে পতিত রাশি রাশি শুদপত্রগুলি আমাদের পদতলে পতিত হওয়ায় মাির মাির ধ্বনি চাইতেছি%। বিহগী কল-কাকলীমুখরিত-নিবিড়াচ্ছায়া! এষ্টি গুল্মফে{ গুলির পাশ্বে এমনি একটা নিস্তব্ধ নীরবতা বিরাজমান যে, প্ৰাণে এক মুঠ ষ্টের মধ্যে অতীতের সমগ্ৰ ইতিহাস তোলপাড় করিতে থাকে । সে সমুদায় ধৰ্ম্ম প্ৰাণ অহিতগণ প্ৰাণপণে অতুল ধৈৰ্য্য ও অধ্যবসায়ের সাহায্যে কারুকাৰ্য্যসম্পন্ন-গুম্ফাগুলিকে নিৰ্ম্মাণ করিয়াছিল, তাহদের মনে তখন একদিনের জন্ত ও এ ভাবের উদয় হয় নাই যে, এই গুম্ফা গুলি একদিন ব্যাঘাভ লুকের আশ্রয় হইবে । আমরা গুম্ফার পার্শ্বে বসিয়া ক্লান্তি দূর করিলাম ; ধীরে স্নেহময়ী প্ৰকৃতি জননী তা হার শ্যাম;ঞ্চল আন্দোলিত করিয়া ব্যজন করিতেছিলেন । এখানে বসিয়া আমি আপনাকে কোন সুদূর অতীতের এক গৌরবান্বিত মানব বলিয়া ত, নুভব করিতেছিলাম । মনে হইতেছিল, সিদ্ধার্থের মহৎ জীবনী,-মনে হইতেছিল, সেট ত্যাগী রাজসন্ন্যাসীর ধনৈশ্বৰ্য্য-স্নেহ-মায়া-প্রোমের অমানুষিক বন্ধন ছেদন । পতি