পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 ঐতিহাসিক চিত্ৰ । আজিম ওয়ান বদ্ধমানে স্বীয় আবাসস্থান নির্দিষ্ট করিয়া প্ৰাসাদমালা ও মসজেদ নিৰ্ম্মাণ করান। সম্রাটের দেখাদেখি তিনিও মৌলবী প্ৰভৃতি শাস্ত্রবেত্তাদিগের সভায় উপস্থিত থাকিয়া, তাহদের তর্কবিতর্ক শ্রবণ করিতেন এবং মপ্যে মধ্যে মসনবি ( ১ ) ও অপরাপর ইতিহাস-পাঠ শ্ৰবণ করিতে কৌতুক অনুভদ করিতেন । কিন্তু এই ভাবে ধৰ্ম্মের অভিব্যক্তি থাকিলেও, তাহার ধন-রত্বের প্রতি ঐকান্তিক লোভ ছিল, অথচ প্ৰাপ্তধন রাশি সঞ্চিত করিয়া রাখিতে ও জানিতেন না । r প্ৰজাপাৰ্গ যে সকল জিনিষের সায়ার ( Syer ) করা হইতে অব্যাহতি পাইয়াছিল, যুবরাজ এক্ষণে তাতার পুনঃ প্রপাির্তন এবং বাল্মবাণ্ডার পরগণার সৃষ্টি করিয়া নির্দেশ করেন যে, মোসলমানদিগকে শতকরা আড়াই টাকা এবং হিন্দু ও ফিরিঙ্গি গণকে পাচ টাকা হিসাবে কর দিতে হইবে। হুগলী জেলায় একটি নূতন নগর স্থাপিত হইয়া নাজিমের নামানুসারে আজিমগঞ্জ ( ২ ) নামে অভিহিত হয় । এতদ্ব তীত আরও কতিপয় স্থান-যাহা বিদ্রোহীীদিগের অত্যাচারে শ্মশানে পরিণত হইয়াছিল, তাহার, উন্নতি সাধন করেন । দিল্লীর সিংহাসনের প্রতি ওস্মানের লোলুপদৃষ্টি সৰ্ব্বদাই নিবন্ধ থাকি ৩ এবং তদাধিকারের সহায়তার নিমিত্ত তিনি দরবেশ, ফকীর প্রভৃতি সাধু গণের প্রতি সমধিক সন্মান প্রদর্শন করিতেন। কোন আধুনিক ক্ষমতাশালী সাধুর সংবাদ অবগত হইলেই, তাহাকে প্রাসাদে আনাইয়া পরিচর্য্যা করতঃ, স্বীয় অভীষ্টপুরাণের আশায় বর প্রার্থনা করিতেন । এই সময় বদ্ধমানে সুফি বৈজিদ নামে এক প্ৰসিদ্ধ সাধু ছিলেন । তঁহাকে স্বীয় SS S LLLBDLL gOBBBDS BDDS DBLDS DS BDDuL CBDD DD BBY MSave SS SLLL LLLLDB DBL K KKLO SBDB DBBLLDLSS LLL S KBr L DBKS cबब्रिांव्र भाषा|बर्डी ।