পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR) ঐতিহাসিক চিত্ৰ । বাদসাহের সিংহাসন অলঙ্কাত করিতেন, সে দিল্লী তখন তাঁতশ্ৰী, লুপ্তশক্তি নামে মাত্র সমাটোর, ধ্বংসপ্রায়, প্ৰাসাদ মাত্র সম্বল, গৌরবহীন, সামান্ত রাজধানী । দিল্লীর দক্ষিণপূব অযোধ্যা, সেই অতি পুরাতন অযোধ্যা, কিন্তু তখন সে সীতাপতি ও ছিল না, সে অযোধ্যাও ছিল না। ১৭৬১ খৃষ্টাব্দে” সফদরজঙ্গের পুত্ৰ সুজাউদৌল্লা অযোধ্যার সুবেদার এবং দিল্লীর উজীর । তখন অযোধ্যা অতুল ঐশ্বৰ্য্য ও ক্ষমতাশালিনা । আহম্মদ সাহের দ্বিতীয়বার ভারত আক্রমণকালে আফগানরাজ অযোধ্যার প্রতি ক্রুর দৃষ্টি নিক্ষেপ করিয়াছিলেন এবং অর্থসংগ্রহের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু শক্তিDDuBBD SBDD DK KSK DBBBDK DBBD uBDDBD DS BBBLK KDB ব্যতিক্রম ঘটে নাই। এইরূপ ক্ষমতাশালিনী সুবার তাৎকালিক সামর্থহীন দিল্লীর প্রভুত্ব স্বীকার করা সম্ভব নহে, বস্তুতঃ অযোধ্যার নবাব তখন সৰ্ব্বপ্রকারেই স্বাধীন ছিলেন, কেবল নামে মাত্র দিল্লীর সুবেদার বলিয়া পরিচিত হইতেন । দিল্লীর দক্ষিণপশ্চিমে রাজপুত গৌরব, ভারতের মধ্যযুগের বীরত্বের স্থল রাজপুতানা। তখনও রাজপুতানার প্রধান তিনটি রাজা জয়পুর, যোধপুর বা মারবাড়ি এবং উদয়পুর বা মেওয়ার পুব্বকালের বীৰ্য্য গাথা বক্ষে করিয়া উন্নতম স্তকে দণ্ডায়মান । আহম্মদ সাতের ভারত আক্রমণের কিছু পুৰ্ব্ব হইতেই ঐ তিনটি প্রধান প্রদেশ দিল্লীতে কর প্রদান বন্ধ করিয়া দিয়াছিল এবং পরে দিল্লীশ্বরের দৌৰ্ব্বল্য দেখিয়া অন্যান্য ক্ষুদ্র রাজপুত রাজ্যগুলি ও রাজস্ব প্ৰদান স্থগিত করিয়াছিল, সুতরাং ক্ষীণশক্তি দ্বিতীয় সাহ আলমের সময় যে, রাজপুতানা কর প্রদান করিত এরূপ অনুমান করিবার কিছু কারণ লক্ষিত হয় না। রাজপুতানা তখন দিল্লীর अौनडा दौका ब्र कब्रिड न। রাজপুতানার দক্ষিণে মহারাষ্ট্র প্রদেশ। শিবাজীর মৃত্যুর পর তাহার