পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RV)o ঐতিহাসিক চিত্ৰ । তিনি আরও বললেন “তঁহাকে উদ্ধার করিবার জন্য যে অর্থ সংগৃহীত তইয়াছে তন্মধ্য হইতে এক কপর্দকও যেন উক্ত বিধৰ্ম্মীকে প্ৰদান করা না হয় ; বৌদ্ধ মঠ সকলের উন্নতিবিধান এবং ভারতবর্ষ হইতে তিব্বতে একজন পণ্ডিত আনয়নের জন্য ঐ সকল অর্থ ব্যয়িত হউক। আর দীপাঙ্কর শ্ৰীজ্ঞানের নিকট লোক প্রেরণ করিয়া তাহাকে এই কথা বলিবার জন্য উপদেশ দিলেন যে, বৌদ্ধ ধৰ্ম্মের উন্নতি ও তাহার পবিত্ৰতা সংরক্ষণের জন্য লােহ লামা ইয়েসি হোদ অর্থ সংগ্ৰহ করিতে গিয়া গালং দস্যর হস্তে বন্দী হইয়াছিলেন। তাহার বড়ই আশা ছিল যে, দীপঙ্করের শ্ৰীচরণ দর্শন করিয়া ও ভঁহাকে তিব্বতে লইয়া গিয়া জীবন সার্থক করিবেন ; ভগবান সে আশা পূৰ্ণ করিলেন না ; তোহার জীবনের প্রধান উদ্দেশ্য ব্যর্থ হইল। এক্ষণে ভবিষ্যতের দিকে আশার নেত্রে নিরীক্ষণ করিয়া তিনি পবিত্র দেবের শরণাপন্ন হইয়াছেন।” প্ৰহারিগণ চং-চবকে আর তথায় উপবেশন DBBD SD DD DuDD BBLBBDBD tD DDuDkD DBBD DBBBB BBB নরপতির দিকে দৃষ্টিপাত করিতে করিতে প্ৰস্থান করিলেন। বহু শতাব্দীর পর সে বিবরণ পাঠ করিয়া আজও কত তিববতবাসী নির্জনে অশ্রুজিলে DBKDKK BBDB BDBB DDDS BD YD D LDD DBDTS K DLLKK অত্যুজ্জল দৃষ্টান্ত পাঠ করিয়া শিহরিয়া উঠেন। আর এই একই দৃষ্টান্ত ভারত ও তিকবিতের ইতিহাসকে একসূত্রে গ্রথিত করিয়া লোক সমক্ষে DKO DD BBDBLBBDBBD BBB DBBDBDLLS S DBDDB DBDDB DBDD D আর কখনও এইরূপ পরস্পরের জন্য সমবেদন অনুভব করিতে সমর্থ হইবে ? শ্ৰী অমলেন্দু গুপ্ত।