পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

MORR ঐতিহাসিক চিত্র । দুৰ্য্যবহার করিয়া আসিতেছিলেন। তঁহার বিশ্বাস ছিল, এই ওমরাহ দ্বিতীয় সহোদর সুলতান সুজার একান্ত অনুরক্ত ও তাহার মঙ্গলাকাজক্ষী । সাদুল্লা যেরূপ প্ৰতিপত্তিশালী ছিলেন, ভবিষ্যতে ইনি সুলতান সুজার পক্ষ অবলম্বন করিলে, দারার পক্ষে সিংহাসনে আরোহণ করা বড় সহজ হইবে না, ইত্যাদি মনে করিয়াই হউক অথবা সাদুল্লা মোগলের হস্ত হইতে 颯 সিংহাসন কাড়িয়া লইয়া পুনরায় পাঠানদিগের হস্তে উহা অৰ্পণ করিবার সুযোগ অনুসন্ধান করিতেছেন, তঁহার শত্রুমুখে ইহা অবগত হইয়াই হউক, দারা ঠাঁহাকে বিষ প্রয়োগে এ জগত হইতে চিরদিনের মত অপসারিত করিলেন । বস্বতঃই এই পবাদের মূলে কতটা সত্য নিহিত আছে, দারা তাহা একবার অনুসন্ধান করিয়া ও দেখিলেন না। সম্রাট সদনে সাদুল্লার প্রতিপত্তি যে “তঁহার কত শত্রু সৃষ্টি করিয়াছিল, তাহার ইয়াত্রা ছিল না । এই সকল শত্রুর প্রচারিত সংবাদের উপর নির্ভর করিয়া, দারা এইরূপ গুরুতর ঘটনা সংঘটিত করায়, সম্রাট অত্যন্ত মনঃক্ষুণ্ণ হন । ঠিক সেই সময়ে মীরজুমা বহুমূলা উপঢৌকন সহ সম্রাট সদনে উপস্থিত হন । এই উপঢৌকন মধ্যে সুবিখ্যাত DBDBBD S DBB D 0K D BDDS LDS BDB DBBuBD প্রীতিলাভ করেন। গোলকণ্ডার হীরকের তুলনায় কান্দাহারের রত্নরাজি প্রস্তরসদৃশ বলিলেও অতু্যক্তি হয় না। এই সকল বহুমূল্য হীরকের লোভেই হউক বা দারার প্রতি পূর্বোক্ত কারণে অসন্তোষ হেতুই হউক, সমাট মীরজুমার প্রাথন মত গোলকণ্ড হইতে কুমারিকা পৰ্যন্ত সমস্ত দাক্ষিণাত্য প্রদেশ আধিকার করিবার জন্য, মীরজুমার সাহাষার্থে একদল সৈন্য প্রেরণ করিতে কৃতসঙ্কল্প হইলেন । দান্না দেখিলেন, এইরূপ সৈন্য প্রেরণ করিলে ঔরঙ্গজেৰেৱ ৰল ভবিষ্যতে অত্যন্ত 1{2न2 ई 5II । नअाएँ ननग्न भी ब्रड्यूमा ब्र আগমন । জাক্ষিণাত্যে লৈঙ্ক - CS