পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이1 || 8 R ( করেন। রাজধানীতে আসিয়াই তঁহার সৈন্য সংখ্যা বৃদ্ধি করিলেন ও তাহাদের সুশিক্ষার জন্য বিশেষ উপায় অবলম্বন করিতে লাগিলেন । এমন কি মোগলের হস্ত হইতে সর্ব প্ৰকাবে নিরাপদ ও সুরক্ষিত করিবার জন্য কয়েকটী কামানও দুর্গাপুরে স্থাপিত হইল। স্বাধীন হইবার আশা ক্রমশঃই মুক্তপক্ষ বিহগের ন্যায় তাহাকে উচ্চতর পথে প্ৰধাবিত হইতে প্ৰলুব্ধ করিতে লাগিল। রাজা রাম সিংহ সমাটের দেয় নজরানা ও আগরকাষ্ঠ ( অগুরু ) বন্ধ করিয়া নিজকে স্বাধীন নৃপতি বলিয়া ঘোষণা করিলেন । এই সংবাদ অধিক দিন বাদশাহের TLDS BBD DtS S DB LDS kGDS S BDTYD LEBDD DBB বাঙ্গলা, বিহার, উড়িষ্যার শাসন-কীৰ্ত্তা নবাব মুর্শিদ-কুলী-খাকে তৎকালীন আদেশ প্রেরণ করিলেন যে, “সুসঙ্গের বিদ্রোহী রাজা রামকৃষ্ণ সিংহকে সত্তর বন্দী করিয়া মুর্শিদাবাদে আনয়ন করতঃ বলপূর্বক মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত কর!” মুর্শিদ-কুলী-খাঁ অবিলম্বে বাদাসাহের আদেশ প্রাপ্ত মাত্ৰ । সুসঙ্গে একদল সৈন্য প্রেরণা করিলেন । সৈন্যদল সুসঙ্গের নিকটবত্তী হইলে রাজা নিজ ভ্ৰম বুঝিতে পারিয়া, প্ৰবল মোগলশক্তিকে আর বাধা দিতে সাহসী হইলেন না । সৈন্যগণ রাজা রাম সিংহকে পৃত করিয়া বন্দী অবস্থায় মুর্শিদাবাদে আনয়ন করিলে, মুর্শিদ কুলী-খাঁ তাতাকে বলপূর্বক মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করিয়া এক ওমরায়ের কন্যার সহিত বিবাহ দিলেন । সেই অবধি তিনি রাজ্যাধিকার তইতে ও বঞ্চিত হইলেন । ধৰ্ম্মের পরিবর্তনের সহিত রাজার নামের ও পরিবর্তন ঘটিল। রাজা রামকৃষ্ণ সিংহ “আবদুল রহিম” নামে অভিহিত হইলেন । কিছু কাল পরে রাম সিংহ নবপরিণীতা স্ত্রী সহ সুসঙ্গ উপনীত তাহলে হিন্দু মহিষী জাতিচু্যত স্বামীর সহিত একত্র বাস করিতে অসন্মতি প্ৰকাশ BBDYSS SDBDD TTuBuBuB KD LDD LLD BBD S DButt D ttt ভরণপোষনার্থে কয়েকটা গ্ৰাম লইয়া মহাদেও গ্রামে বাস করিতে