পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌৰ্য্যরাজ চন্দ্ৰগুপ্ত ও র্তাহার শাসন প্ৰণালী । S8 বিখ্যাত সন্ধির ফলে গ্ৰাকীরাজ দুহিতা ভারতেশ্বরের পদসেবার্থ মগধে প্রেরিত হইয়াছিলেন। এই রূপে চন্দ্ৰ গুপ্তের সহিত সিলিউকিসের বন্ধুত্ব স্থাপিত হইলে, মিগাস্থিনিস গ্রীক রাজদূত রূপে মগধ রাজ সভায় গৃহীত হয়েনি। কয়েক বৎসর ভারত রাজের সহিত অবস্থান করিয়া তিনি ভারতের শাসন প্ৰণালী বেশ দক্ষতার সহিত পর্যবেক্ষণ পূর্বক তাহার যে একটি প্ৰতিচিত্র সংকলন কবেন, তৎপাঠে ভারতের সমৃদ্ধি, বীৰ্য্য ও রাজনীতি জ্ঞতার উৎকর্ষ সম্বন্ধে আর বিন্দুমাত্ৰ সন্দেহ থাকে না । তঁহার সে মূলচিত্র অধুনা লুপ্ত হইলে ও তৎ। পরবত্তী গ্ৰীক লেখকদিগের রচনা মধ্যে তাহার অধিকাংশই রক্ষিত হইয়াছে । সেই সকল অংশ যত্ন সহ করে ভিন্ন করিয়া লইয়া বহু পাশ্চাত্য পণ্ডিত ভারতবর্ষ সম্বন্ধে নানারূপ "আলোচনায় প্ৰবৃত্ত হািতয়াছেন । আমরা ও সে চিত্র যতদূর সম্ভব অবিকৃত ভাবে সংগ্ৰহ করিয়া বঙ্গীয় পাঠক দিগকে ভারতের গৌরবোজােম্বল পুৰ্ব্বমূৰ্ত্তির এক দিক প্রদর্শন করিতে চেষ্টা পর হইলাম । রাজধানী । ভারতের পুণ্য রাজধানী পাটলিপুত্র আজ মৃত্তিকা-গর্ভে চির সমাধিগ্রস্ত । আধুনিক পাটনা ও বঁকিপুর যে স্থলে বিরাজ করিতেছে, ঠিক সেই স্থলেই প্ৰাচীন পাটালীপুত্রের অধিষ্ঠান ছিল (১) তখন শোণি নদ এই স্থলে পুণ্যসলিলা গঙ্গার সচিত মিলিত হইয়া নগরটিকে পরম (১) ভৌগোলিক কানিংহাম সাহেব অনুমান করিয়াছিলেন যে,বিশ্রুতকীৰ্ত্তি পাটলিী SBBD DB DDDL BDB DBDLDDS DBu BKDB BBBu BLDDBD DLDD BDtDDD BBB DL BBL DDBDBLLCLL DD KLg DDBDB DBDBg TDDB Ritu