পাতা:মস্তকের মূল্য - সরোজনাথ ঘোষ.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন । করিয়া যে পবিত্র দেব-শিশু পৃথিবীর আলোক দেখিয়াছে, তাহার নিষ্কলঙ্ক ললাটে এ কি মসী-চিহ্ন - সে জারজ? অসহ্য যন্ত্রণাভরে শৈলবালা টালিতে টলিতে উঠিয়া দাড়াইল । অমনই তাহার বোধ হইল, সহস্ৰকণ্ঠের ব্যঙ্গহাস্যধ্বনি যেন তাহার পশ্চাতে ছুটিয়া আসিতেছে, লক্ষ রসনা যেন চীৎকার করিয়া বলিতেছে -ঐ, ঐ জারজ সন্তান । দুই হস্তে অভাগিনী নয়নযুগল চাপিয়া ধরিল । কর্ণে অঙ্গুলি চাপিয়া শ্রবণ-পথ রুদ্ধ করিতে চাহিল ; কিন্তু আজি পৃথিবীতে কি অন্য কোনও শব্দ নাই ? আকাশের বীজ,-সে ও কি নীরব ? সহসা শৈলবালাব ঈদয়ে একটা রাক্ষসী-প্ৰকৃতি প্ৰচণ্ডতেজে উদ্দীপ্ত হইয়া উঠিল । সংহারিণী শক্তি তাহাকে যেন মাতাল করিয়া তুলিল। এ কি অগ্নি ! এ কি তীব্র যন্ত্রণ ! আজি পৃথিবীতে কি নরকের অনলকুণ্ড প্ৰজ্বলিত হইয়াছে ? শৈলবালার নয়নে কালাগ্নি ধ্বক ধ্বক জ্বলিয়া উঠিল। সহসা একটা তীব্ৰ আৰ্ত্তনাদ ও বিকট চীৎকার ধবনি কক্ষে কক্ষে ছুটিয়া গেল । বিপদের আশঙ্কা করিয়া সৰ্ব্বাগ্রে তরুলতা স্বামীর সহিত শশাঙ্কের শয়নকক্ষে প্ৰবেশ করিল। কি সৰ্ব্বনাশ -বিস্ময়ে আতঙ্কে তাহদের বক্ষঃস্পন্দন যেন স্তম্ভিত হইয়া গেল । to 8