পাতা:কার্‌বালা - আবদুল বারি.pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারুবালা হস্তস্থিত বারি দূরে নিক্ষেপিয়া দ্রুত পদক্ষেপে কুলেতে উঠিয়া বৰ্ম্ম, অস্ত্ৰ, সব দিলেন ফেলিয়া সমর সম্ভার ভূমির মাঝ”। দাড়া’য়ে এমাম ‘আলখেলা’-শরীরে, স্মরিল ভক্তিতে জনম-ভূমিরে, পুণ্য স্মৃতি তার উদিয়া অন্তরে করিল বিহবল, কোমল চিত ; স্মরিয়া সে ভূমি, মুদিত নয়নে, ভাবিপ্ৰণোদিত উদ্বেলিত প্ৰাণে গাইলা এমাম নিৰ্জন ময়দানে, জনম-ভূমির মধুর গীত ৷— () ) “কোথায় মদিনাপুরী প্রিয়ভূমি মা আমার ! মা তব মধুর স্মৃতি, অতীত সে পুণ্য গীতি তুলেছে। এ হৃদে আজি কি আনন্দ পারাবার ! জগতে অতুল তুমি, সুখের নন্দন ভূমি, তুমিই তোমার যোগ্য, কোন স্থান হেন আর ? Sy)