পাতা:প্রেম বিলাস - নিত্যানন্দ দাস.pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RV9 o পড়িয়া কমলাকান্ত আচাৰ্য্য নাম পাইলা । ভক্তি ব্যাখ্যা করি আচাৰ্য্য নামের সার্থক কৈলা ৷ (S) পাঠ্যকালের আশ্চৰ্য্য ঘটনা শুন শ্রোতাগণ । গঙ্গার সংলগ্ন বিল বড়ই গহন ৷ সদগন্ধ পদ্মে পূর্ণ আছে সেই বিল। ফণী অফণী অসংখ্য সৰ্পে করে কিল কিল ৷ সে পদ্ম দেখিয়া শান্তাচাৰ্য্য মহাশয় । পদ্মে ইষ্ট পুজিতে আগ্রহ বাড়িয় ॥ গুরুর মনের ভাব বুঝিয়া অদ্বৈত । বিল হৈতে বহুপদ্ম আনিলা ত্বরিত ৷ স্থলের ন্যায় হঁটিয়া জলোতে গমন । দেখি শান্তাচাৰ্য্যের হৈল অত্যাশ্চৰ্য্য মন ৷ भ८ञ ऊां6व उञश्च भक्षा कङ् नान्र । ঈশ্বরাংশ হবে ইহঁহো মোর মনে লয় ৷ পাঠ সমাপিয়া অদ্বৈত গহোতে আসিলা । কিছুদিনে মাতাপিতার আদর্শন হৈলা ৷ গয়া পিণ্ড দিতে অদ্বৈত করিলা গমন । ক্ৰমে ক্ৰমে সৰ্ব্বতীর্থ করিলা ভ্ৰমণ ৷ মাধবেন্দ্রপুরী সহ দক্ষিণে মিলন। ভক্তি-তত্ত্ব যত সব করিলা শ্রবণ ৷ ভক্তিশাস্ত্ৰ অধ্যয়ন মাধবেন্দ্ৰ স্থানে । জীব দুঃখে মাধবপুরী করে কৃষ্ণধ্যানে ৷ মাধব বোলে অদ্বৈত তুমি হাও সদাশিব। কৃষ্ণ আনিয়া রক্ষা কর কলির জীব ৷ কৃষ্ণ-ভক্তি হীন দেখি সকল সংসার । কৃষ্ণভক্তি দিয়া জীব করাহ উদ্ধার ॥ কৃষ্ণ সে আনিলা তুমি অবনী মাঝারে। স্বপনে দেখিল এই কহিল তোমারে ৷ প্ৰেম-বিলাস । [ চতুৰ্বিংশ বিলাস । অদ্বৈত বোলে পুরী গোসাঞি দেহ এই বরে। কৃষ্ণ আসিয়া যেন জীব উদ্ধার করে ৷ মাধবেন্দ্ৰ স্থানে অদ্বৈত কিছু দিন রৈলা । সেথা হৈতে পরে পশ্চিমে চলিলা ৷ কাশীতে বিজয়পুরীর সহিত মিলন । ভ্ৰমিতে ভ্ৰমিতে পরে গেলা বৃন্দাবন ॥ সব বুন্দাবন ভূমি পরিক্রম কৈলা । এক দিন রাত্ৰিযোগে স্বপন দেখিলা ৷ নবীন নীরদ শ্যাম ভুবনমোহন । শিখিপুছধারী হরি মুরলীবদ্দন ৷ পাতাম্বরধারী ৩ার পায়েতে নূপুর। অতি সমুজ্জল বাপু রাসামৃতপুর। ত্ৰিভঙ্গ ভঙ্গিম রূপে আছে দাড়াইয়া । দেখিয়া অদ্বৈত প্ৰভু উঠি শিঙ্গরিয়া ৷ শ্ৰীকৃষ্ণ চরণে পড়ে হ ৭ঃ দণ্ড পৃৎ । কৃষ্ণ কহে গোপেশ্বর শিব তুমি হে অদ্বৈত ৷ লুপ্তর্তীৰ্থ উদ্ধারি ভক্তি পরচার। কৃষ্ণ হরিনাম দিয়া জীবেরে উদ্ধার ৷ মদনমোহন নামে মোর একমূৰ্ত্তি । আছে কুঞ্জমধ্যে যমুনার তীরবত্তী ৷ लश डब्रिड व्यछि झूठें। c१toन। মৃত্তিক খোদিয়া মোরে করা উত্তোলন ৷ সেবা প্ৰকাশিয়া করে জগতের হিত । ভগবান এত কহি হৈলা অন্তহিত ৷ s স্বপন দেখিয়া অদ্বৈত জাগিয়া বসিলা । রজনী প্ৰভাতে তাহা দেখিতে পাইলা ॥ ७थांऊ-झुङ) नांख्रि ठेकदां @ांक यांन्द्रन । (১) অদ্বৈত আচাৰ্য্য নামে বিখ্যাত হইলা । Tা কুঞ্জ হৈতে তুলিলেন মদনমোহন।