পাতা:হজরত মহম্মদের জীবন-চরিত ও ধর্ম্মনীতি.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । o)(: জলমগ্ন হয় ; তাহাতে বকুম নামক এক জন বহুদৰ্শী শিল্পী ছিল, সে অতি কষ্টে তীরে উপনীত হইল। অলিদ এই সংবাদ পাইয়া বকুমকে আনিয়া কাবা নিৰ্ম্মাণ কাৰ্য্যে নিযুক্ত করিলেন । এইরূপে ৬০৫ খ্ৰীঃ আবেদ কাবার। নিৰ্ম্মাণকাৰ্য্য শেষ হইয়া গেল । অবশেষে হাজরে আসোয়াদকে কোন ব্যক্তি নির্দিষ্ট স্থানে স্থাপন করিবে, ইহা লইয়া বড় গোলযোগ উপস্থিত হইল। প্ৰত্যেক দলস্থ লোক হাজরে আসোয়াদকে স্থাপন করিতে ব্যাকুল হইয়া পড়িল । কেহ কাহার কথায় মনঃসংযোগ করিল না । আবাদল-দারের বংশীয় লোকগণ প্ৰতিজ্ঞাবদ্ধ হইল যে, “আমাদের দলস্থ এক জন লোক জীবিত থাকিতে অন্য দলস্থ লোকদিগকে এই পবিত্ৰ কাৰ্য্য কোন ক্রমেই সম্পন্ন করিতে দিব না।” এই প্ৰতিজ্ঞাকে “আকাদোদম” অর্থাৎ শোণিতের প্রতিজ্ঞা বলে। অবশেষে তুমুল যুদ্ধ আরম্ভ হইল। এইরূপে কিছু সময় অতীত হইয়া গেলে, অলিন্দ-বোন-মাগিরা বলিলেন, “এইরূপ বিবাদে অনর্থক আমাদের ধ্বংস হওয়া অপেক্ষা কোনরূপ বন্দোবস্ত করা উচিত ।” সকলে এই প্ৰস্তাবে সম্মুতি দান করিলে, অলিন্দ বলিলেন, “যে ব্যক্তি অতি প্ৰত্যুষে বনি-সায়বা দ্বারা দিয়া বাহির হইবে, সেই ব্যক্তি আমাদের বিবাদের মীমাংসা করিয়া দিলে আমরা তঁহার উপদেশানুসারে। কাৰ্য্য করিব।” এই কথায় সকলে সুৰ্য্যোদয়ের পূৰ্ব্বে উক্ত দ্বারে গিয়া বসিয়া রছিলেন । যথাকলে দেখিতে পাইলেন যে, হজরত মহম্মদ ঐ দ্বার DS DDD DDDBuuYBDSSS DBB DBDBD S BBD DB LS DBB BBBS সকলে বলিলেন, “মহম্মদ সুবিবেচক, ইহার কথা কেহ অগ্ৰাহ করিব না।” তৎপরে তঁহার হজরত মহম্মদের উপর বিবাদ মীমাংসার ভার দিলেন । হজরত মহম্মদ সকলের বিভিন্ন মত শ্ৰবণ করিয়া স্বীয় গাত্ৰ হইতে এক খানি বস্ত্ৰ লইয়া ভূমিতলে বিস্তৃত করিলেন এবং স্বহস্তে হজরে