পাতা:দুনিয়ার দেনা - হেমলতা দেবী.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশের দোসর

 সমুদ্রতীরে এক মস্ত বড় শহর। প্রকাণ্ড জঙ্গল কেটে সহরটি পত্তন করা হয়। গোড়ায় কবে যে এর পত্তন হয়েছিল, কেউ তা বলতে পারে না। সে সময়কার কোন খবরই কেউ জানে না। তবে এক কালে এ সহরে যে ভালো ভালো লোকের জন্ম হয়েছিল, উঁচুদরের জ্ঞান এখান থেকে প্রকাশ পেরেছিল, এর বুকের মধ্য থেকে গভীর আনন্দ জেগে উঠেছিল, সমস্ত প্রকৃতি নিজের একটি বড় রকমের সাম্রাজ্য এর বুকে স্থাপন করেছিলেন, ছয় ঋতু পালা করে এখানে আনন্দের সহজ গতিতে নৃত্য ক’রে ফিরত, এ কথা সকলেই স্বীকার করেন।

 সেই পুরাণো বুড়ো চমৎকার সহরটির এখন যা দুর্দ্দশা, দেখলে বুক ফেটে চোখে জল আসে, ব্যথায় হৃদয় মুসড়ে পড়ে। সব গেছে। জ্ঞান লুকিয়ে পড়েছে পুঁথির মধ্যে, আনন্দের জায়গা জুড়ে বসেছে ভয় আর কান্না, প্রকৃতি বিকৃত হয়ে প্রতিনিয়ত বিপ্লব বাধিয়ে তুলছেন,