পাতা:দুনিয়ার দেনা - হেমলতা দেবী.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
দুনিয়ার দেনা

ফিরে চেয়ে দেখ্ল‌ ঠিক তার পিঠের কাছে তারই মত একজন সন্ন্যাসিনী দাঁড়িয়ে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, সে ধীরে ধীরে বলল,

 আমি সন্ন্যাসিনী।

 আগন্তুক। এখানে কেন?

 স। ঠাঁই নাই।

 আ। পৃথিবীতে কোথাও তোমার ঠাঁই নাই?

 স। আছে।

 অ। কোথায়?

 স। “গঙ্গার জলে” এই বলে সে আঙুল দিয়ে গঙ্গার জল দেখিয়ে দিলে।

 আ। ওখানে ঠাঁই পেলে কি হবে?

 স। ঠাণ্ডা হবো।

 আ। কেমন করে?

 স। ডুবে মরে।

 আ। তুমি বুঝি মরতে এসেছ?

 স। হাঁ।

 আ। কেন?

 স। জীবনটা জ্বলে গেছে।

 আ। কিসে?

 স। প্রতারণায়।

 আ। সব গেছে?