পাতা:দুনিয়ার দেনা - হেমলতা দেবী.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
দুনিয়ার দেনা

আভাস দেখা দিলও। চলতে চলতে আগন্তুক সন্ন্যাসিনী জিজ্ঞসা করলো, তোমার নাম কি?

 স। মধুমতী।

 আ। বয়স কত?

 স। বাইশ বছর।

 আ। বাড়ী কোথা?

 স। বাংলা দেশে।

 আ। এখানে এসেচ কতদিন?

 স। একমাস।

 আ। কার সঙ্গে?

 স। প্রতারকের সঙ্গে।

 আ। কে সে?

 স। সন্ন্যাসী।

 আ। তার সঙ্গে কতদিনের পরিচয়য়?

 স। ছয় বছরের।

 আ। কোথায় পরিচয় ঘটে?

 স। নিজের দেশে।

 আ। কি সূত্রে?

 স। শিক্ষা সূত্রে, দীক্ষাসূত্রে। তিনি আমার গুরু মন্ত্রগুরু। এখন তিনি আমাকে পথে বসিয়ে পালিয়েছেন। এখানে এনে রেখেই সরে পড়েছেন, আর তার সন্ধান পাচ্ছি নে।