পাতা:দুনিয়ার দেনা - হেমলতা দেবী.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পথের মানুষ
৫১

 হাড়ি চামার চাঁড়ালের বউঝিরা তখন সবে মাত্র ঘরের কাজ সুরু করেছে। চুপটি করে একপাশে একজন মেয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল “তুমি কে গা?”

 স্ত্রী। আমি স্ত্রীলোক!

 মে। কোথা থেকে আসছ?

 স্ত্রী। মাঠ থেকে।

 মে। কি চাও?

 স্ত্রী। এখানে থাকব।

 মে। তুমি কি জাত?

 স্ত্রী। আমার জাত নেই।

 মে। এখানে থেকে কি করবে?

 স্ত্রী। তোমাদের কাজ করব।

 মে। কি কাজ?

 স্ত্রী। যা তোমরা বলবে।

 মে। আমাদের কাজ করে তোমার কি হবে?

 স্ত্রী। সুখ হবে।

 মে। তুমি বুঝি সুখ চাও?

 স্ত্রী। হাঁ, আমার সব ছিল কেবল সুখ ছিল না; তাই তোমাদের কাছে সুখ নিতে এসেছি।

 মে। আমাদের কাছে বুঝি সুখ আছে?

 স্ত্রী। হাঁ।