পাতা:সিতিমা.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や সিতিমা । চন্দ্ৰা । ( আত্মসংবরণপূর্বক ) মহারাণীর পানে কি একটা মসলা বেশী ছিল, মাথাটা ঘুরচে । মহারাণী । দুৰ্জয়সিংহের মৃত্যুতে আমাদের সেনাবলী খৰ্ব্ববীকৃত হল, দেশ একজন বড় বীর হারালেন আমাদের সকলেরই প্ৰাণ শোকাৰ্ত্ত । কিন্তু শোকে মুহামান হয়ে বসে থাকবার অবস্থা এখন নয় । আমাদের ও আত্মরক্ষার কথা ভাবতে হবে । আমাদের মহারাজ বিপন্ন-তার সৈন্যদলের গতিরোধ করে” অগ্র পশ্চাতে শত্ৰু-সৈন্য দাড়িয়ে আছে। একদল নাকি রাজধানীর দিকে আসচে-কেউ বলে আমাদের স্বপক্ষীয়, কেউ বলে বিপক্ষের -অবস্থা সঙ্কটজনক । মহারাজ লিখেছেন, উজ্জল সিংহ থাকলে এই বিপদ ঘটত না । LLLLLLS AASS LS AA SL AA LSLS ASA eSS AAS S AAA S S S LSLS S S L S চন্দ্ৰা । আজ আর গান বাজনা হতেই পারে না । পুষ্পিতা। মন্দিরে মন্দিরে পূজা ও শান্তিস্বস্ত্যয়ন হউক । মহারাণী । আমার ও সেই ইচ্ছা । দাসীর প্রবেশ । দাসী । আর একজন পদাতিক এসেছে । মহারাণী । নিয়ে এস ।

  • [[डिंकब्र कार्यां ।

পদাতিক । রাজাধিরাজের জয় হোক । সকলে । রাজাধিরাজের জয় হোক । ( পত্র দান } মহারাণী । ( পত্রপাঠ )