পাতা:ভারতীয় সাধক - শরৎকুমার রায়.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सूतं R করিলেন, সিদ্ধার্থের মৃত্যু ঘটিয়াছে। কৃচ্ছসাধনার প্রতি সিদ্ধার্থ BBYzS DBDDuD DDDSDDD DBB BD DBBBKLB DBBDB করিবেন, তাহ। ভাবিয়া স্থির করিতে পারিতেছেন না। ভাবনার পর ভাবনার তরঙ্গ উঠিয়া সিদ্ধাথের সংশয়াকুল চিন্তু দোলাহঁতে লাগিল । এইরূপ অবস্থায় তিনি একদিন স্বপ্নে দেখিলেন, ‘পেন দেবরাজ ইন্দ্র তাহার সম্মুখে একটি ত্রিতন্ত্রী হস্তে উপস্থিত হইয়াছেন ; উহার একটি তার দৃঢ়রপে বাধা ছিল—তাহাতে আঘাত করিবামাত্ৰ শ্ৰীতিকটু বিকৃত সুর বাঠির হইল; অন্য একটি তার নিতান্থ শিথিল ছিল, উহা হইতে কোনো স্বােবই নিৰ্গত হই। না । মধ্যবৰ্ত্তী তারটি না-শিথিল না-দৃঢ়, এমনই ভাবে যথাযথারূপে বাধা ছিল ; সেই তাবটিতে ঘা পড়িবামাত্র মধুর সুবে ঢারিদিক পুণ ঠাঁইয়া 越穆烹中 BDLDD DDDBBS BDBD BBDBD BB DBDuD K 0GSS সাধনার উদার মধ্যপন্থা তাঁহাব মনশ্চক্ষুব পেত্যক্ষ হইল । ভোগবিলাস ও রুচ্ছ সাধনার মধ্যবর্তী সত্যমাৰ্গ অবলম্বন করিয়া তিনি বোধি লাভের জন্য স্থির সংকল্প হইলেন । নিস্থািল’ কঠোর সাধনায় স্বাস্ত্যৰ ভগ্ন হঠয়াছে বলিয়া, সিদ্ধােথ চিন্তিত হইলেন। তিনি বুঝিয়াছেন, বলিষ্ঠ দেহ একােণ, বলিষ্ঠ মন বোধি লাভেব পক্ষে অনুকরণ । দেহকে সবল কবিয়া মনকে জাগরিত করিয়া তিনি নবীন সাধনায় পুনৰ্বার প্রত্নাক্ত হইবেন, স্থির করিলেন | ५éछे ग°दक,द्व উপস্থিত হইয়া, তিনি এক দিন শেষ রজনীতে पूरब्राउe5ि ३छेश (डायनेि সুপরিত্নত তরুস্কুলে ধ্যানে উপবিষ্ট লক্টলেন। । সমীপবৰ্ত্তী সেনানীগ্রামের এক ধনবান বণিকের পুণ্যবতী দুহিতা সুজাতা বহু সাধনার ফলে একটি পুত্ৰধান লাভ করিয়া সুবৰ্ণপাত্রে? পায়সান্ন সাজাইয়া এইদিন বনদেবত্বার পূজা দিতে আসিলেন। তাহার এক সঙ্গিনী অগ্ৰে অগ্ৰে আসিতেছিলেন । তিনি তরুক্কুলে উপবিষ্ট