এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
ইন্দুমতী।
শুধাবার নাহি প্রয়োজন। শুন বলি—
জীবিতা তোমার জায়া,মহাপুণ্যবতী
মহিলা আশ্রয়ে এক আছেন কুশলে।
কোন অমঙ্গল তাঁর হবে না নিশ্চয়,
কোন অমঙ্গল বৎস হবে না তোমার।
আজি হ’তে পূর্ণ তিন বৎসরের শেষে
হইবে মিলন পুনঃ। এই তিন বর্ষে,
ভীষণ পরীক্ষা হ’বে জীবনে তোমার।
পাইবে প্রচুর অর্থ দেবতা কৃপায়।
কিন্তু সাবধান, ধর্ম্ম আর নীতি পথ,
যাহাতে রয়েছে এই বিশ্ব চরাচর,
ভুলনা কখন তাহা। রাখিবে চরিত্র
নির্ম্মল পবিত্র সদা। নাহি অন্যবল
চরিত্র বলের শ্রেষ্ঠ। পরহিত ব্রত
করিবে সতত, স্বার্থ করি বিসর্জ্জন।
কায়মনোবাক্যে সদা ডাকিবে ঈশ্বরে,
পাইবে অনন্ত শক্তি ডাকিলে তাঁহারে
“আমার সাক্ষাৎ? অবশ্য পাইবে পুনঃ
সময় অন্তরে তুমি। ক্ষুধায় তৃষ্ণায়
কাতর হ’য়েছ এবে। অদূরে পল্লীতে
যাও, লও গে আশ্রয়।”
এই কথা বলি