পাতা:ইন্দুমতী - যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় খণ্ড—তৃতীয় সৰ্গ।
১১৩

কখন হ’তনা উচ্চ পদের প্রসার।
বুঝিয়াছ ভুল,তুমি উদ্দেশ্য রাজার।
 তুলনা করিতে চাহ এখন এদেশ
পূর্ব্বের সহিত? তুলনা হবেনা তা’র।
পূর্ব্বে ছিল প্রতিগ্রাম সম্পূর্ণ স্বতন্ত্র,
আপন সীমায় বদ্ধ আপনি স্বাধীন।
ছিলনা সহানুভুতি,কিম্বা পরিচয়,
নিকট গ্রামের সাথে,কিবা কাজ দূরে?
সভ্যতা,বাণিজ্য,শিল্প,শিক্ষা,উদারতা,
মেশামিশি ভালবাসা ছিলনা সে কালে।
ধন,মান,প্রাণ,কা’র এত নিরাপদ
ছিলনা তখন দেশে। চেয়ে দেখ আজ,
সমস্ত ভারত যেন এক পরিবার,
শান্তিপূর্ণ,নিরাপদ,কিবা সাম্যভাব,
উন্নতির কতদূরে গিয়াছে এখন।
 দয়ালু ইংরাজ রাজ। দেশের মঙ্গল,
প্রজার কল্যাণ, সদা উদ্দেশ্য তাঁহার।
হেন রাজ প্রতিকূলে বিদ্রোহের ভাব
যে জন পোষণ করে হৃদয়ে তাহার,
সেই লোক নহে কভু স্বদেশ হিতৈষী;
স্বদেশের মহাশত্রু, শত্রু সে নিজের।
বীরেন্দ্র।  করিয়াছে নষ্ট কিন্তু শিল্প আমাদের,