পাতা:ভারত ভ্রমণ - তারিনীকান্ত লাহিড়ী চৌধুরী .pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত-ভ্ৰমণ। পার্শ্বে শ্মশানের দৃশ্য দেখিতে দেখিতে অগ্রসর হইতেছিলাম-দুর্গের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্যন্ত কেবল স্তুপের পর স্তৃপ-ভগ্নস্তুপের রাশি। দুর্গের উপরে জলাভাবের কোনও কষ্ট নাই কারণ উপরে বত্ৰিশটা সরোবর আছে এবং পর্বত-নিম্নে একটী নিঝরিণী প্ৰবাহিতা থাকায় নগরবাসীর পানীয় নিৰ্ম্মল সলিলের জন্য কোনও অভাব অনুভব করিতে হয় নাই। আমরা একে একে রাজপ্ৰাসাদগুলি দর্শন করিলাম। চিতোর গড়ের অবস্থান এতদূর সুন্দর যে বৰ্ত্তমান সময়ের সর্বোৎকৃষ্ট আগ্নেয়াস্ত্রের সাহায্যেও ইহার গায়ে গোলা বর্ষণ করিতে পারা যায় না। ৭২৮ খ্ৰীষ্টাব্দে বীরশ্রেষ্ঠ বাপ্লারাও এই দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন বলিয়াই সকলের বিশ্বাস। ১৬৫৮ খ্ৰীষ্টাব্দ পৰ্য্যন্ত এই নগরে তঁহার বংশধরগণ বাস করিয়াছিলেন, পরে চিতোর গড় সম্রাট আকবর বাদশাহ স্বীয় অধিকারভুক্ত করিয়া লইলে তৎকালীন রাণা উদয়সিংহ উদয়পুর নামক স্থানে স্বীয় রাজধানী স্থাপন করেন। চিতোরে প্রাচীন দর্শনীয় স্থান সমূহের মধ্যে কুস্তরাণার কীৰ্ত্তিস্তম্ভ, খোবাসিন স্তম্ভ, মোকলজির মন্দির, শিঙ্গার চৌরী প্ৰভৃতিই প্ৰধান। নগরের ঠিক মধ্যস্থলে রাণাকুম্ভের জয়স্তম্ভটি অবস্থিত। রাণাকুন্তু ১৪৩৯ খৃষ্টাব্দে । भांजद ७ ७कैटलन श्लडॉम मश्ज्ञएक श्रद्धांकिड कब्रिश। अश् कौर्डिंलुष्ठ স্থাপিত । করেন, এই স্তম্ভ চিতোরের হিন্দুগৌরবের প্রকৃষ্ট तूफेख् । ইহার উচ্চতা ১২২ ফিট এবং প্রস্থ নিম্নদেশে ৩৫ ফিট ও উৰ্দ্ধভাগে ১৭৷০ ফিট মাত্র। স্তম্ভটি নবতল। প্রত্যেকতল সুস্পষ্ট এবং চতুর্দিক বাতায়ন সমন্বিত। স্তম্ভের গাত্রে হিন্দু দেব দেবীর মূৰ্ত্তি ও নানাবিধ সুন্দর সুন্দর - প্ৰস্তর খোদিত কারুকাৰ্য্য আছে। ‘রাজস্থান' প্ৰণেতা রাণাৰুদ্ধের জয়ন্তম্ভ। : ** * " . "*" সুপ্ৰসিদ্ধ ঐতিহাসিক টড সাহেব কীৰ্ত্তিস্তম্ভের গাত্রস্থিত খোদিত শিলালিপি পাঠে ইহা ১৫১৫ সংবতে অর্থাৎ ১৪৫৮ খৃঃ অঃ নিৰ্ম্মিত হইয়াছে বলিয়া স্থির করিয়াছেন, ‘In Samvat 1 515, the temple of Brimba was founded and this year, Vrish patwar (Thursday), the oth. . . . . . on the immoveable chutterkote, this Kleerut Stambha was finished attrits সুবিখ্যাত

  • Tod's Rajasthan, Vol. ii. p. 657.

Sabi