শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্যনাথ দত্ত এম. এস, সি, বি, এল। ত্ৰৈলোষ্ট্য "বাবু রায় বাহাদুর কৃপানাথ দত্তের মধ্যম পুত্র। ১৮৯০ শ্ৰীষ্টাব্দের ১৫ই নভেম্বর তিনি পটলডাঙ্গায় তাহার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাল্যকাল হইতেই তাহার অসাধারণ প্ৰতিভা ও বুদ্ধি । ১৯১১ সালে প্রেসিডেন্সি কলেজ হইতে তিনি পদার্থবিজ্ঞানে অন্যাস লইয়া বি, এসসি পাশ করেন। ঐ বৎসরে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের “উড রো বৃত্তি” লাভ করেন। প্রেসিডেন্সীি কলেজ হইতে উক্ত বিষয়ে তিনি ১৯১৩ সালে এম এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯১৪ সালে তিনি বি এল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯১৫ সালে তিনি কলিকাতা হাইকোটের উকিল শ্রেণীভুক্ত হইয়া বেহারের ছাপরায়ু ওকালতী করিতে যান। তিনি ছাপরার দেশবিখ্যাত এডভোকেট, বিচারপতি দ্বারকানাথ মিত্রের জ্যেষ্ঠ ভ্রাতা শ্ৰীযুক্ত হেমচন্দ্ৰ মিত্রের একমাত্র কন্যাকে বিবাহ <6न्म । পাটনা হাইকোর্ট প্রতিষ্ঠিত হইলে ত্ৰৈলোক্যবাবু পাটনা হাইকোর্টের এডভোকেট শ্রেণীভুক্ত হন এবং ১৯১৫ সাল হইতে ছাপরায় তিনি ওকালতী করিতেছেন। তিনি অনেক জনহিতকর কাৰ্য্যের সহিত ংশ্লিষ্ট। কিছুকাল তিনি ছাপরা মিউনিসিপ্যালিটির নির্বাচিত কমিশনার ছিলেন। তিনি ছাপরা কো-অপারেটিভ ব্যাঙ্কের অনারারি ও ডেপুটী চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘকাল ছাপরা উকিল সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি একজন মাস্তবড় ব্যবসায়ী। বাঙ্গালা ও বেহারে তিনি অনেক ব্যবসার কেন্দ্র ঐতিষ্ঠা করিয়াছেন। র্তাহার কাৰ্য্যদক্ষতা ও কৰ্ম্মতৎপরতা নানাদিকে সর্বস্তৃত। তিনি ভারতের অন্যতম বৃহৎ চিনির কারখানার Managfig ডিরেক্টর। ঐ কারখানাট বেহারের শীতলপুরে অবস্থিত। egis in Sitalpore Sugar Works Ltd. ছাপরার বিখ্যাত সিনেমা “লক্ষ্মী টকিজেরও” তিনি ম্যানেজিং ডিরেক্টর ।
পাতা:বংশ-পরিচয় (ঊনবিংশ খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার.pdf/৮৯
অবয়ব