পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সরফরদা। তাল জলদ্ তেতালা৷

 অলিরাজ যেখানে বিরাজ ভুলনা কমলে।
দিবা বিভাবরী তব ধ্যান করি, ভাসি হে সলিলে॥
এ রীত তোমার আমি, ঘুচাইতে পারি
তুমি, ভাসিবে নয়নের জলে।
ইহাতে অধিক, আমার হে দুখ, কি হবে কহিলে॥ ১ ॥

 কমলিনী কেন অভিমানী অধীন ভ্রমরে। ও ।
নয়ন অন্তর, হইলে অন্তর, সতত কাতরে॥
অন্য অন্য ফুলগণ, আমি সকলের প্রাণ,
তুষিতে উচিত সবারে।
তুমি মোর প্রাণ, বিরসে মরণ, কি কব তোমারে॥ ১ ॥

 তব অবিশ্বাসে, ঘন ঘন শ্বাসে, দহে সদা মন।
বিষম হইল মোরে,কিসে বুঝাব তোমারে,তুমি মোর প্রাণ।
নিঃসন্দেহ করিতে হয়, সন্দেহ তাহে উদয়॥
বারে বারে কত বার, জানাব আমি তোমার,
তুমি মোর প্রাণ॥ ১ ॥

তাল হরি।

 শুন শুন শুনলো প্রাণ কেন তুমি হও কাতর।
মনঃ প্রাণ আঁখি, যারে দেখে সুখী, তাহারে
রোষ কি, হয় আমার॥
আসা আশা করি, কেবল তোমারি,
বুঝলে বিচারি করে হেরি।